ইউক্রেন-রাশিয়া বিতর্কে মধ্যস্থতার চেষ্টায় জার্মানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউক্রেন-রাশিয়া বিতর্কে মধ্যস্থতার চেষ্টায় জার্মানি

 

সোমবার দিনভর ইউক্রেনে একাধিক বৈঠক করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার তার রাশিয়ায় বৈঠকে বসার কথা।


জার্মানির নতুন পররাষ্ট্রমন্ত্রী গ্রিন পার্টির সদস্য আনালেনা বেয়ারবক। নির্বাচিত হওয়ার পর এই প্রথম একইসঙ্গে ইউক্রেন এবং রাশিয়া সফরে গেলেন তিনি। যাওয়ার আগে সাংবাদিকদের তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে মধ্যস্থতার সমস্ত চেষ্টা চালাবে জার্মানি। যুদ্ধ আটকানোর জন্য যা করা দরকার, জার্মানি তা করবে। একই সঙ্গে রাশিয়ার প্রতি বার্তাও দিয়েছেন তিনি। জানিয়েছেন, আলোচনার মাধ্যমেই রাশিয়াকে সমাধানসূত্রে পৌঁছাতে হবে। আগ্রাসী মনোভাব দেখালে তার ফল ভোগ করতে হবে।


সোমবার ইউক্রেনে একাধিক বৈঠক করেছেন বেয়ারবক। আলোচনা করেছেন অর্গানাইজেশন অফ সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপের (ওএসসিই) প্রতিনিধিদের সঙ্গে। এছাড়াও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বেয়ারবক। প্রধানমন্ত্রী ভোলোদিমির জেলেনস্কির সঙ্গেও তার বৈঠক হতে পারে।


কুলেবার সঙ্গে বৈঠকে একাধিক বিষয়ে কথা হয়েছে বেয়ারবকের। বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে কুলেবা জানিয়েছেন, জার্মানি নতুন বিতর্কে মধ্যস্থতার বার্তা দিয়েছে। রাশিয়া যাতে ইউক্রেনে আক্রমণ চালাতে না পারে, সে দিকেও নজর রাখার কথা বলেছেন বেয়ারবক। একইসঙ্গে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত গ্যাস পাইপলাইন নর্ডস্ট্রিম ২ নিয়েও বেয়ারবককে ধন্যবাদ দিয়েছেন কুলেবা।


আঙ্গেলা ম্যার্কেলের সময় রাশিয়ার সঙ্গে জার্মানির এ বিষয়ে চুক্তি হলেও গ্রিন পার্টি বরাবরই এর বিরোধী। বিরোধের জন্যই বেয়ারবককে ধন্যবাদ দিয়েছেন কুলেবা। বস্তুত, এই পাইপলাইন ইউক্রেনের উপর দিয়ে যাওয়ার কথা। এবং তা নিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের তীব্র বিতর্ক আছে। এছাড়াও রাশিয়া প্রশ্নে এবং পূর্ব ইউক্রেনে আগ্রাসনের প্রশ্নে ফ্রান্সের সহযোগিতার বিষয়টিও জার্মানি দেখবে বলে ইউক্রেনকে আশ্বাস দিয়েছেন বেয়ারবক।



বেয়ারবক জানিয়েছেন, হেলসিঙ্কি চুক্তি গত ৯০ বছর ইউরোপকে বড়সড় যুদ্ধের হাত থেকে রক্ষা করেছে। সেই চুক্তি যাতে বজায় রাখা যায়, তা সকলকে দেখতে হবে। রাশিয়ার কোনোরকম আগ্রাসন বরদাস্ত করা হবে না। মঙ্গলবার এ বিষয়ে রাশিয়ায় একাধিক বৈঠক করার কথা বেয়ারবকের। সূত্র: রয়টার্স, ডিপিএ, এএফপি।


কোন মন্তব্য নেই