‘জেলেনস্কি ও হিটলারের শরীরে বইছে ইহুদি রক্ত’
ঠিক কী বলেছেন লাভরভ? রাশিয়ার তথ্য সংস্কৃতি মন্ত্রণালয়েরর অধীনে থাকা একটি সংস্থা লাভরভের বক্তব্য জানিয়েছে। একটি ইতালীয় চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইহুদি হলেও তার নাৎসি যোগ উড়িয়ে দেয়া যায় না। হিটলারও অর্ধেক ইহুদি ছিলেন। জেলেনস্কি ও হিটলারের শরীরে বইছে ইহুদি রক্ত।
হিটলারের ইহুদি বিদ্বেষ এবং তাদের উপর ভয়াবহ অত্যাচারের কথা সকলেরই জানা। এই মন্তব্যের কারণেই বিতর্কের সূত্রপাত।
এই মন্তব্যের প্রেক্ষিতে পালটা দিয়েছে ইসরাইল সরকার। রাশিয়ার রাষ্ট্রদূতকে ইতোমধ্যেই তলব করেছে ইসরাইল। সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিড বলেছেন, ‘রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অত্যন্ত অপত্তিজনক এবং ক্ষমার অযোগ্য। একইসাথে এই মন্তব্য ঐতিহাসিক ভুল।’
হিটলার প্রায় ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই কথার উল্লেখ করে তিনি বলেছেন, ইহুদিরা নিজেরাই নিজেকে হত্যা করেনি। লাভরভের মন্তব্যকে জাতিবিদ্বেষী বলে অভিহিত করেছেন তিনি।
তিনি বলেন, সবচেয়ে খারাপ ধরনের জাতিবিদ্বেষ এটা, যেখানে ইহুদিদেরকেই দায়ী করা হচ্ছে তাদের স্বজাতিকে হত্যা করার কারণে।
কোন মন্তব্য নেই