‘জেলেনস্কি ও হিটলারের শরীরে বইছে ইহুদি রক্ত’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

‘জেলেনস্কি ও হিটলারের শরীরে বইছে ইহুদি রক্ত’


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল গত ২৪ ফেব্রুয়ারি। তারপর থেকে সামরিক লড়াইয়ের পাশাপাশি বাকযুদ্ধ চলেছে সমানতালে। সেই ধারা বজায় রেখেই এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ‘হিটলার’ বলে অভিহিত করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে ইজরায়েল সরকার। প্রসঙ্গত, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে মধ্যস্থতা করতে চেয়েছিল ইজরায়েল।



ঠিক কী বলেছেন লাভরভ? রাশিয়ার তথ্য সংস্কৃতি মন্ত্রণালয়েরর অধীনে থাকা একটি সংস্থা লাভরভের বক্তব্য জানিয়েছে। একটি ইতালীয় চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইহুদি হলেও তার নাৎসি যোগ উড়িয়ে দেয়া যায় না। হিটলারও অর্ধেক ইহুদি ছিলেন। জেলেনস্কি ও হিটলারের শরীরে বইছে ইহুদি রক্ত।


হিটলারের ইহুদি বিদ্বেষ এবং তাদের উপর ভয়াবহ অত্যাচারের কথা সকলেরই জানা। এই মন্তব্যের কারণেই বিতর্কের সূত্রপাত।


এই মন্তব্যের প্রেক্ষিতে পালটা দিয়েছে ইসরাইল সরকার। রাশিয়ার রাষ্ট্রদূতকে ইতোমধ্যেই তলব করেছে ইসরাইল। সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর লাপিড বলেছেন, ‘রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অত্যন্ত অপত্তিজনক এবং ক্ষমার অযোগ্য। একইসাথে এই মন্তব্য ঐতিহাসিক ভুল।’


হিটলার প্রায় ষাট লাখ ইহুদিকে হত্যা করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই কথার উল্লেখ করে তিনি বলেছেন, ইহুদিরা নিজেরাই নিজেকে হত্যা করেনি। লাভরভের মন্তব্যকে জাতিবিদ্বেষী বলে অভিহিত করেছেন তিনি।


তিনি বলেন, সবচেয়ে খারাপ ধরনের জাতিবিদ্বেষ এটা, যেখানে ইহুদিদেরকেই দায়ী করা হচ্ছে তাদের স্বজাতিকে হত্যা করার কারণে।

কোন মন্তব্য নেই