কপারটেক ইন্ডাস্ট্রিজের ঋণমান ‘বিবিবি প্লাস’ ও ‘এসটি-৩ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কপারটেক ইন্ডাস্ট্রিজের ঋণমান ‘বিবিবি প্লাস’ ও ‘এসটি-৩


প্রকৌশল খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘বিবিবি প্লাস’ আর স্বল্প মেয়াদে রেটিং পেয়েছে ‘এসটি-৩’। ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ মূল্যায়ন করা হয়েছে কোম্পানিটিকে।


২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটেগরিতে অবস্থান করছে প্রকৌশল খাতের এই কোম্পানিটি। অনুমোদিত মূলধন ৭০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬৩ কোটি টাকা। রিজার্ভের পরিমাণ ১৩ কোটি ১৪ লাখ টাকা। কোম্পানিটির মোট ছয় কোটি ৩০ লাখ শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের ৩০ দশমিক শূন্য সাত শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের কাছে, ২৬ দশমিক ২৫ শতাংশ প্রাতিষ্ঠানিক এবং ৪৩ দশমিক ৬৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।


৩০ জুন সমাপ্ত ২০২১ হিসাববছরের জন্য পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত হিসাববছরে কোম্পানিটির ইপিএস হয়েছে এক টাকা দুই পয়সা, আগের হিসাববছরে যা ছিল ৩৫ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরের শেষে যা ছিল ১১ টাকা ২৪ পয়সা।


গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৮২ শতাংশ বা ১ টাকা ১০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪০ টাকা ১০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনজুড়ে ১৩ লাখ ৫১ হাজার ৮৩৪টি শেয়ার ৯৩০ বার হাতবদল হয়, যার বাজারদর ৫ কোটি ৩৮ লাখ টাকা। গত এক বছরে শেয়ারদর ১৯ টাকা ২০ পয়সা থেকে ৪৯ টাকায় ওঠানামা করে।


কোন মন্তব্য নেই