দুই ঘণ্টায় ডিএসইতে সাড়ে ৫০০ কো‌টি টাকার লেনদেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দুই ঘণ্টায় ডিএসইতে সাড়ে ৫০০ কো‌টি টাকার লেনদেন



দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রথম দুই ঘণ্টায় লেনদেনের প‌রিমাণ সাড়ে ৫০০ কো‌টি টাকা ছাড়িয়েছে। এসময় এক্সচেঞ্জটির সূচকেও উল্লম্ফন দেখা গেছে।


আজ সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্সে পয়েন্ট যোগ হতে থাকে। লেনদেন শুরুর ৩০ মিনিটে সূচকটি ২৫ পয়েন্টের বেশি বাড়লেও দুই ঘণ্টা শেষে তা আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট যোগ হয়ে ৬ হাজার ৭১০ পয়েন্টে দাঁড়িয়েছে।



অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা ১২ টা পর্যন্ত ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৪৮ ও শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।


ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২০৮টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত ছিল ৪৮টি সিকিউরিটিজের বাজার দর। আজ বেলা ১২টা পর্যন্ত এক্সচেঞ্জটিতে ৫৫০ কো‌টি ৩৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।

কোন মন্তব্য নেই