মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ আজ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ আজ



এজিএম-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের লেনদেন বন্ধ থাকবে। আগামীকাল থেকে পুনরায় কোম্পানিটির লেনদেন চলবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে কোম্পানিটির পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২৩ জুন বেলা ১১টা ৩০ মিনিটে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট আজ।



আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৬৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৩৮ পয়সা।


কোন মন্তব্য নেই