পাঁচদিনে জেএমআই হসপিটালের ২৩০ কোটি টাকার লেনদেন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাঁচদিনে জেএমআই হসপিটালের ২৩০ কোটি টাকার লেনদেন



দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ৫ হাজার ৩৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭ দশমিক ৮৯ শতাংশ বা ১ হাজার ৫০৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। এ ১০ কোম্পানির মধ্যে ২৩০ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গিয়েছে।


সূত্রমতে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে জেএমআই হসপিটালের ২ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ২৪৬টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ২৩০ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৪ দশমিক ২৬ শতাংশ। আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৫ দশমিক ৫৯ শতাংশ।



তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো— বেক্সিমকো লিমিটেড, এসিআই ফর্মুলেশনস, শাইনপুকুর সিরামিকস, আইপিডিসি ফাইন্যান্স, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস, ফরচুন সুজ ও ইস্টার্ন হাউজিং লিমিটেড।

কোন মন্তব্য নেই