আয় বাড়লেও প্রায় অর্ধেকে নেমেছে ওয়ান ব্যাংকের মুনাফা
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সমন্বিত পরিচালন আয় বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক লিমিটেডের। তবে আয় বাড়লেও ব্যাংকটির পরিচালন ব্যয় বেড়েছে। বিশেষ করে প্রভিশন সংরক্ষণ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। যার প্রভাব পড়েছে কর-পরবর্তী নিট মুনাফায়। সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের তথ্য বলছে, আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রথম প্রান্তিকে ওয়ান ব্যাংকের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা প্রায় অর্ধেক কমেছে।
আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ান ব্যাংকের মোট সমন্বিত পরিচালন আয় হয়েছে ২৪৪ কোটি ৬৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে পরিচালন আয় ছিল ২২৮ কোটি ৩৭ লাখ টাকা। এক বছরের ব্যবধানে ব্যাংকটির পরিচালন আয় বেড়েছে ৭ শতাংশের বেশি। টাকার অংকে যা ১৬ কোটি ২৬ লাখ টাকা। অন্যদিকে এ প্রান্তিকের ব্যাংকের মোট সমন্বিত পরিচালন ব্যয় হয়েছে ১৩২ কোটি টাকা। আগের হিসাব বছরে যা ছিল প্রায় ১২৫ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পরিচালন ব্যয় বেড়েছে ৭ কোটি ২০ লাখ টাকা বা ৫ দশমিক ৭৭ শতাংশ।
আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে মুনাফা থাকে সেটিই কোনো ব্যাংকের পরিচালন মুনাফা। তবে পরিচালন মুনাফা কোনো ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। এ মুনাফা থেকে খেলাপি ঋণ ও অন্যান্য সম্পদের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণ ও সরকারকে কর পরিশোধ করতে হয়। প্রভিশন ও কর-পরবর্তী এ মুনাফাই হলো একটি ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা।
সেই হিসাবে প্রথম প্রান্তিকে ওয়ান ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১১২ কোটি ৫৬ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে পরিচালন মুনাফা ছিল ১০৩ কোটি ৫০ লাখ টাকা। এ সময়ে ওয়ান ব্যাংকের প্রভিশন সংরক্ষণ করতে হয়েছে ৩৩ কোটি ৩৮ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরে ঘাটতি ছিল ৯ কোটি টাকা। আর কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ৪১ কোটি ৭৩ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ৭৪ কোটি ২২ লাখ টাকা। এক বছরের ব্যবধানে নিট মুনাফা কমেছে ৩২ কোটি ৪৮ লাখ টাকা বা ৪৩ দশমিক ৭৭ শতাংশ। এ সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৯ পয়সায়।
কোন মন্তব্য নেই