মুনাফা কমেছে বঙ্গজ ও এসএস স্টিলের - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মুনাফা কমেছে বঙ্গজ ও এসএস স্টিলের


শেয়ারবাজারে তালিকাভুক্ত বঙ্গজ লিমিটেড ও এসএস স্টিল লিমিটেডের মুনাফা কমেছে। প্রতিষ্ঠান দুটির ২০২১-২২ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।


প্রতিষ্ঠান দুটির আর্থিক প্রতিবেদন বুধবার (১৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশ করা হয়েছে।


বঙ্গজ লিমিটেড: চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ০৬ পয়সা। যা গত বছর একই সময়ে ছিল ০৮ পয়সা। অর্থাৎ কোম্পানিটির ০২ পয়সা ইপিএস কমেছে।




আর অর্থবছরে তিন প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ১৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১১ পয়সা।


আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ২৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২১ টাকা ০২ পয়সা।


এসএস স্টিল লিমিটেড: চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৬৯ পয়সা। অর্থাৎ ৬ পয়সা ইপিএস কমেছে কোম্পানিটির।


আর অর্থবছরে তিন প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় দাঁড়িয়েছে ২ টাকায়। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১৩ পয়সা। অর্থাৎ ১৩ পয়সা ইপিএস কমেছে।


আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২১ টাকা ২৯ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ২০ টাকা ৯৫ পয়সা।


কোন মন্তব্য নেই