বাজার উত্থা‌নের স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পা‌নি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বাজার উত্থা‌নের স‌র্বোচ্চ চেষ্টায় তিন কোম্পা‌নি



প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস (১০ মে) মঙ্গলবার সূচক ক‌মে‌ছে ৩২ পয়েন্ট। বাজারের এমন পত‌নেও সূচক‌কে টে‌নে তোলার স‌র্বোচ্চ চেষ্টা ক‌রে‌ছে তিন কোম্পা‌নি। এই তিন কোম্পা‌নির অবদা‌নে আজ পতন ঠে‌কে‌ছে ৪ প‌য়েন্ট। সূচক উত্থা‌নের চেষ্টায় এমন অবদান রাখা এই তিন কোম্পানির মধ্যে র‌য়ে‌ছে পূবালী ব‌্যাংক, এ‌সিআই ফর্মু‌লেশন এবং এনভয় টেক্সটাইল লি‌মি‌টেড। আমারস্টক সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, এই তিন কোম্পানির মধ্যে আজ সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে পূবালী ব‌্যাংক হস‌পিটাল। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩.৭৬ শতাংশ। কোম্পানিটির শেয়ারদর বাড়ার কারণে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৫৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৭ টাকা ৬০ পয়সায়।


সূচক বৃদ্ধিতে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এ‌সিআই ফর্মু‌লেশন লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.৩৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২০৪ টাকা ৬০ পয়সায়।


সূচক বৃদ্ধিতে তৃতীয় অবস্থানে উঠে এ‌সে‌ছে এনভয় টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯.৫৯ শতাংশ। এতে করে আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১.০৭ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪৮ টাকায়।

কোন মন্তব্য নেই