মামলার পর লাপাত্তা নূপুর শর্মাকে খুঁজছে পুলিশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মামলার পর লাপাত্তা নূপুর শর্মাকে খুঁজছে পুলিশ

 

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জেরে বহিষ্কৃত বিজেপির মুখপাত্র নূপুর শর্মার অবস্থান জানা যাচ্ছে না। পুলিশ তাঁকে খুঁজছে। সূত্রের বরাতে খবর এনডিটিভির।


গত মাসের শেষদিকে এক টিভিতে মহানবী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন নূপুর শর্মা। এরপর একাধিক রাজ্যে তাঁর নামে মামলা হয়েছে। মামলা হওয়ার পর থেকেই তাঁর খোঁজ মিলছে না।


মহানবীকে নিয়ে মন্তব্যের পর ভারত ও উপসাগরীয় আরব দেশগুলোর তীব্র নিন্দার মুখে দিল্লির এক বাসিন্দার অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৮ মে নূপুর শর্মার বিরুদ্ধে মামলা করে মুম্বাই পুলিশ। ইরফান শেখ নামে দিল্লির ওই বাসিন্দা মুসলিমদের সংগঠন রাজা একাডেমির যুগ্ম সম্পাদক।


একাধিক সূত্র এনডিটিভিকে বলেছে, নূপুর শর্মাকে জেরা করার জন্য মুম্বাই পুলিশের একটি দল দিল্লি এসে নূপুর শর্মাকে খুঁজে পায়নি। পুলিশ বলছে, নূপুর শর্মার অবস্থান শনাক্ত করা যাচ্ছে না।


মহারাষ্ট্র রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রও এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, নূপুর শর্মাকে গ্রেপ্তারের জন্য যথেষ্ট প্রমাণ মুম্বাই পুলিশের কাছে আছে।


সূত্র জানিয়েছে, নূপুর শর্মাকে জেরা করতে মুম্বাই পুলিশের দলটি পাঁচ দিন ধরে রাজধানী দিল্লিতে অবস্থান করছে। তবে এখনো তাঁর খোঁজ পাওয়া যায়নি। নূপুর শর্মার খোঁজ চালিয়ে যাচ্ছে তাঁরা।


নূপুর শর্মার নামে কলকাতাতেও একটি এফআইআর দায়ের হয়েছে। কলকাতা পুলিশের কাছে এফআইআর করেন তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আবুল সোহেল। কলকাতা পুলিশ নূপুর শর্মাকে তলব করে ২০ জুনের মধ্যে তাঁকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।


মহানবীকে নিয়ে মন্তব্যের জেরে দিল্লি পুলিশও নূপুর শর্মার বিরুদ্ধে একটি এফআইআর করেছে।


গত ২৬ মে মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নূপুর শর্মা। বিজেপির দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালও মহানবী সম্পর্কে টুইটারে অবমাননাকর মন্তব্য করেন। তুমুল সমালোচনার মুখে নূপুর শর্মাকে সাময়িক বরখাস্ত ও জিন্দালকে বহিষ্কার করেছে বিজেপি।


বিজেপির দুই নেতার অবমাননাকর মন্তব্যে দেশ-বিদেশে নিন্দা-সমালোচনার ঝড় ওঠে। ভারতজুড়ে বিক্ষোভ করে মুসলিমরা। কোথাও কোথাও বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আরব ও মুসলিম বিশ্ব। অন্তত ১৬টি দেশ থেকে এর তীব্র নিন্দা জানানো হয়।

কোন মন্তব্য নেই