যে কারণে বাজার কিছুটা সংশোধনে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যে কারণে বাজার কিছুটা সংশোধনে


দীর্ঘ মন্দার পর গত সাত কর্মদিবস দেশের উভয় শেয়ারবাজার টানা উত্থান দেখেছে। এই সাত কর্মদিবসে প্রধান শেয়ারবাজারের সূচক বেড়েছে ৩০৯ পয়েন্ট। যারা এই সময়ে বা এর আগে মন্দার সময়ে শেয়ার কিনেছেন, তাদের বেশিরভাগই এখন বড় মুনাফায় রয়েছেন। বাজারে চাঙ্গাভাব দেখা দেয়ায় তারা তাদের শেয়ার বিক্রি করে মুনাফা তুলছেন। যে কারণে আজ দিনভর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা থাকার পরও শেষ বেলায় সংশোধনে মোড় নিয়েছে।


বাজার সংশ্লিষ্টরা বলছেন, এক সপ্তাহে আগে যারা ব্যাংক বাদে অন্যান্য খাতের শেয়ার কিনেছেন, তারা এখন ২০-২৫ শতাংশ মুনাফায় রয়েছেন। তারা শেয়ার সেল করে মুনাফা তুলছেন বিধায় সেল প্রেসারে আজ সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার শেষ বেলায় বাজার কিছুটা সংশোধন প্রবণতায় টার্ন নিয়েছে।




এর আগে নিয়ন্ত্রক সংস্থা বিএসসি ও বাংলাদেশ ব্যাংকের নানামুখী পদক্ষেপের ফলে গত সপ্তাহে শেয়ারবাজারে বড় উত্থান দেখা যায়। সপ্তাহটির প্রথম কর্মদিবস রোববার শেয়ারবাজারের সূচক বেড়েছে ১৩২ পয়েন্ট, পরদিন সোমবার ১৯ পয়েন্ট, মঙ্গলবার ৪ পয়েন্ট, বুধবার ৪০ পয়েন্ট এবং শেষ কর্মদিবস বৃহস্পতিবার বেড়েছে আরও ১৮ পয়েন্ট। সপ্তাহটির আগের কর্মদিবস বৃহস্পতিবারও সূচক ঊর্ধ্বমুখী ছিল।


এদিকে, চলতি সপ্তাহের প্রথম কর্মদিবস গতকাল রোববারও সূচক ছিল বেশ ঊর্ধ্বমুখী। এদিন সূচক বেড়েছে প্রায় ৪৬ পয়েন্ট। এতে দেখা যায়, গত সাত দিনের প্রতিদিনই সূচক কম-বেশি বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৩০৯ পয়েন্ট। এই সময়ে সূচকের সঙ্গে তালিকাভুক্ত কোম্পানিরও শেয়ার ও ইউনিট দর বেড়েছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, সাত দিনের ব্যবধানে অনেক কোম্পানিরই শেয়ার দর বেড়েছে ২০ শতাংশ থেকে ৩০ শতাংশ। ১২ শতাংশ থেকে ১৬ শতাংশ শেয়ার দর বেড়েছে অন্তত ৩০ শতাংশ কোম্পানির। যারা কম দরে শেয়ার কিনেছিলেন, তারা এখন ভালো মুনাফায় রয়েছেন। ফলে তারা শেয়ার বিক্রি করে মুনাফা তুলছেন। কম দরে পরে আবারও শেয়ার কিনবেন, এমন আশায় হাতে থাকা শেয়ার তারা ছেড়ে দিচ্ছেন। যে কারণে বাজার কিছুটা সংশোধন ধারায় মোড় নিয়েছে।




এছাড়াও, গতকাল সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে দেশের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়েছে। ওই অগ্নিকাণ্ডে আমদানি ও রফতানি পণ্যের ব্যাপক ক্ষতি হয়েছে। পোশাক খাতের নেতারা বলছেন, ওই অগ্নিকান্ডে পোশাক খাতে হাজার কোটি টাকার বেশি ক্ষতি সাধিত হয়েছে। যে কারণে আজ দিনভর পোশাক খাতের শেয়ার ছিল চাপের মুখে। বাজারের এই বড় খাতটি চাপের মুখে থাকাও বাজার সংশোধনের বড় কারণ বলে মনে কারছেন সংশ্লিষ্টরা।


সোমবারের বাজার পরিস্থিতি:


আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.২২ পয়েন্ট বা ০.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৮৯.১৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯.১১ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১২.৪৬ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৬.৯৫ পয়েন্টে এবং দুই হাজার ৩৬১.৩৪ পয়েন্টে।


টাকার পরিমাণে ডিএসইতে আজ লেনদেন হয়েছে ৯৭৪ কোটি ০৭ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৩ কোটি ৯৭ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৫০ কোটি ১০ লাখ টাকার।


ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩০ টির বা ৩৪.৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২০৯ টির বা ৫৫.১৫ শতাংশের এবং ৪০টির বা ১০.৫৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।


দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৯.৯৭ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ০১৯.৩৭ পয়েন্টে।


এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৭ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর। আজ সিএসইতে ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

কোন মন্তব্য নেই