উৎপাদন বন্ধ ইমাম বাটনের দর ২৩ মাসে বেড়েছে ৫৯০ শতাংশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

উৎপাদন বন্ধ ইমাম বাটনের দর ২৩ মাসে বেড়েছে ৫৯০ শতাংশ



শেয়ারবাজারে তালিকাভুক্ত ইমাম বাটন জানিয়েছে, গত ২৬ মাস ধরে কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এরপরও এই কোম্পানির শেয়ার দর কেন বাড়ছে তা তাদের কাছে অজানা। ২৬ মাস বন্ধ থাকলেও গত ২৩ মাসে কোম্পানিটির শেয়ার দর ৫৯৪ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ২৯ জুন জানানো হয়, ২০২০ সালের ১ এপ্রিল থেকে কোম্পানির উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এরপও সম্প্রতি সময়ে কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে। কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ার কারণ তাদের অজানা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


উল্লেখ্য, ২০২০ সালের ২৮ জুলাই কোম্পানিটির শেয়ারের দর ছিল ১৯.২০ টাকায়। আর চলতি বছর অর্থাৎ ২০২২ সালের ২৯ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১৩২.৬০ টাকায়। অর্থাৎ এই ২৩ মাসে কোম্পানিটির শেয়ার দর ১১৩.৪০ টাকা বা ৫৯৪ শতাংশ বেড়েছে।

কোন মন্তব্য নেই