ডিএসইএক্স কমেছে ৮ পয়েন্ট আর লেনদেন বেড়েছে ২৩ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ডিএসইএক্স কমেছে ৮ পয়েন্ট আর লেনদেন বেড়েছে ২৩ কোটি টাকা



সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৬ হাজার ৪৮৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৬১ পয়েন্টে।


এদিকে সোমবার ডিএসইতে ৯৭৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর রোববার ডিএসইতে ৯৫০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে সোমবার আগের দিন থেকে ২৩ কোটি ৯৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।


এদিন ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে।


এদিন সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৯ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২০ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


কোন মন্তব্য নেই