বিমার শেয়ারে হল্টেডের রেকর্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বিমার শেয়ারে হল্টেডের রেকর্ড


২০২১ সালে লকডাউন পরিস্থিতিতে বিমার শেয়ারে যে রকম গণজোয়ার দেখা গিয়েছিল, আজও সে রকম গণজোয়ার দেখা গেল বিমার শেয়ারে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ দর বৃদ্ধির শীর্ষ ১৯টি কোম্পানিই ছিল সাধারণ বিমা খাতের কোম্পানি। যেখানে অন্য কোন খাতের শেয়ার ঢুকতে পারেনি। কোম্পানিগুলোর মধ্যে সবগুলোর শেয়ারই সার্কিক ব্রেকারের সর্বোচ্চ চুড়ায় লেনদেন হয়েছে।


আজ ডিএসইতে সাধারণ বিমা খাতের সবগুলো কোম্পানিরই শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সিংহভাগ কোম্পানি সার্কিক ব্রেকারের সর্বোচ্চ চুড়ায় লেনদেন হয়ে হল্টেড থাকারও রেকর্ড করেছে।




বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ সাধারণ বিমার লেনদেন হওয়া ৩৯টি কোম্পানির মধ্যে ২টির দর বেড়েছে ১০ শতাংশ, ১০টির দর বেড়েছে ৯ শতাংশের বেশি, ৭টির দর বেড়েছে ৮ শতাংশের বেশি, ৫টির দর বেড়েছে ৭ শতাংশের বেশি।


গত বছর বিমার শেয়ার নিয়ে প্রথম র‌্যালি হয়েছিল আগস্ট-নভেম্বরে। তখন এই খাতের কোনো কোনো শেয়ারের দাম ৪-৫ গুণ পর্যন্ত বেড়ে গিয়েছিল। পরে ওই দাম কমতে শুরু করে। তাতেই বেশি দামে শেয়ার কিনে সবচেয়ে বেশি লোকসানে পড়েন সাধারণ বিনিয়োগকারীরা। গত বছর একটি সংঘবদ্ধ চক্র কারসাজির মাধ্যমে বিমার শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ঘটনা ঘটায়। নানা তদন্তে সেসব কারসাজিকারকদের নামও বেরিয়ে আসে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।


এরপর টানা দর কমতে থাকে বিমার শেয়ারের। বর্তমানে এখানে অনেক কোম্পানির শেয়ার দর তিনভাগের একভাগে নেমে এসেছে। এই অবস্থায় আবারও পুরোনো কারসাজিকারকেরা বিমা শেয়ার নিয়ে কারসাজিতে মেতেছে বলে ধারণা করছেন বাজার সংশ্লিষ্টরা।




আজ বিমা খাতের শেয়ার দর বেড়ে সর্বোচ্চ দরে অর্থাৎ হল্টেড হয়ে ক্লোজিং হয়েছে ছয়টি কোম্পানির শেয়ার। হল্টেডে ক্লোজ হওয়া এই ছয়টি কোম্পানির মধ্যে রয়েছে সোনারবাংলা ইন্স্যুরেন্স, পাইওনির ইন্স্যুরেন্স, গ্রীড ডেল্টা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

কোন মন্তব্য নেই