জেনে-বুঝে ব্যবসা করলে ক্ষতির সম্ভাবনা কম
শুক্রবার বিজনেস আওয়ার ২৪ ডটকমের কনফারেন্স রুমে অনুষ্ঠিত নিরাপদ বিনিয়োগের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষকরা এ কথা বলেন।
এই প্রশিক্ষণ কর্মসূচির বিভিন্ন সেশন পরিচালনা করেন রওশন আলী বুলবুল এবং এ এইচ সিকদার। প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিজনেস আওয়ার ২৪ ডটকমের সম্পাদক আমিরুল ইসলাম নয়ন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশা প্রায় ৩০ বিনিয়গকারী অংশগ্রহণ করেন।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়ের বিভিন্ন দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ সম্পর্কে রওশন আলী বুলবুল এবং এ এইচ সিকদার বলেন, আপনারা নিয়মিত শুনে থাকেন শেয়ার ব্যবসায় বিনিয়োগ করে রাতারাতি কোটিপতি হওয়া যায়! আপনাদের মনে রাখতে হবে অন্যান্য ব্যবসার মতো এটাও একটা ব্যবসা, যাতে ঝুঁকি আছে। বর্তমানের বিনিয়োগকারীরা যেভাবে বিনিয়োগ করে থাকে তাকে ট্রেডিং না বলে গ্যাম্বলিং বলাই ভাল। কিন্তু আসলেই কি শেয়ার ব্যবসা গ্যম্বলিং? না এই ব্যবসা গ্যাম্বলিং না বরং ইনভেষ্টমেন্ট। একজন সফল ব্যবসায়ী হতে হলে অবশ্যই আগে ব্যবসাটা সর্ম্পকে জানতে হবে। এটার পুরা আইডিয়া নিতে হবে। নিজের ব্যবসাটাকে লাভজনক বানাতে চাইলে এবং লোকসানের হাত থেকে বাচাতে চাইলে অবশ্যই খুটিনাটি সব কিছু জানতে হবে।
তারা বলেন, আমাদের প্রতিদিন ট্রেডিং শুরু হওয়ার আগে পর্যন্ত অ্যানালাইসিস করে ট্রেডিং প্লান তৈরি করতে হবে এবং সে অনুযায়ী ট্রেডে অংশ নিতে হবে। ট্রেডিং প্লানে বিভিন্ন স্টকের এন্ট্রি এবং এক্সিট ইত্যাদি লিপিবদ্ধ থাকবে। ট্রেডিং আওয়ারে নতুন কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো, কারণ এতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
তারা আরো বলেন, সবসময় মনে রাখা দরকার, সবার কষ্ট করে রোজগার করা টাকা বিনা কারণে নষ্ট করা যাবে না। তাই, যেকোনো স্টকে সেই কষ্টের টাকা বিনিয়োগ করার আগে যথাযথ গবেষণা করাই হল বুদ্ধিমানের কাজ। আপনি যদি স্টক মার্কেটের থেকে লাভ করতে চান, তবে আপনাকে মার্কেট গবেষণার উপর নজর দিতেই হবে।
কোন মন্তব্য নেই