দর বাড়ার শীর্ষে সোনারবাংলা ইন্স্যুরেন্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দর বাড়ার শীর্ষে সোনারবাংলা ইন্স্যুরেন্স

 

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৬ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭৭টির বা ৪৬.৩৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, আগের কার্যদিবস লেনদেন শেষে সোনারবাংলা ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫১.৭০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.৭০ টাকা বা ১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে সোনারবাংলা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কাট্টালি টেক্সটাইলের ৯.৮৬ শতাংশ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৮.৪৮ শতাংশ, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৭.৯৫ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৭.২৭ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৭.২৩ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৭.০১ শতাংশ, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ডের ৬.৯৪ শতাংশ এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬.৪৬ শতাংশ বেড়েছে।

কোন মন্তব্য নেই