ডাচ-বাংলা ব্যাংকের ইপিএস বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল’২২-জুন’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৭ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১.৯৫ টাকা। এছাড়া অর্ধবার্ষিকে (জানুয়ারি’২২-জুন’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩.৫৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৩.২৫ টাকা।
এদিকে অর্ধবার্ষিক শেষে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২১.৩৮ টাকা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৫.০৯ টাকা হয়েছে।

কোন মন্তব্য নেই