কংগ্রেসের সভাপতি পদে কি লড়ছেন শশী থারুর
ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি পদে লড়াইয়ের চিন্তা করছেন শশী থারুর। এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এমনটাই বলছে দলীয় সূত্র। তবে অবাধ ও স্বচ্ছ নির্বাচনের দাবি করেছেন তিনি। খবর এনডিটিভির।
আগামী ১৯ অক্টোবর কংগ্রেসের সভাপতি নির্বাচন। রাহুল গান্ধী সভাপতি হতে না চাইলে ওই দিন গান্ধী পরিবারের বাইরে নতুন কাউকে দলটির নতুন সভাপতি হিসেবে দেখা যেতে পারে।
কংগ্রেস সভাপতি গান্ধী পরিবারের থেকে কেউ হবেন না- এটা ধরে নেওয়া হয়েছে। সোনিয়া গান্ধী চাচ্ছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী দলের শীর্ষ নেতা অশোক গেহলট হোন নতুন সভাপতি।
শশী থারুরের লেখা একটি কলামের পরই দলটিতে নতুন সভাপতি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। প্রতিবেদনে থারুর লিখেছেন, নতুন সভাপতি নির্বাচনের মাধ্যমেই কংগ্রেসে সংস্কারের সূচনা হবে, যা দলের জন্য খুব প্রয়োজনীয়।
কোন মন্তব্য নেই