দেশে তৈরি ‘সবচেয়ে বড়’ কনটেইনার জাহাজ যুক্তরাজ্যে রফতানি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দেশে তৈরি ‘সবচেয়ে বড়’ কনটেইনার জাহাজ যুক্তরাজ্যে রফতানি

 

বাংলাদেশে নির্মিত ৬ হাজার ১০০ টন লোড ক্ষমতার উচ্চ-গতির বহুমুখী কনটেইনার জাহাজ যুক্তরাজ্যে রফতানি করা হয়েছে।


জাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের তথ্যমতে, এটি দেশে নির্মিত রফতানি করা বৃহত্তম কনটেইনার জাহাজ।


যুক্তরাজ্যভিত্তিক এনজিয়ান শিপিং কোম্পানি লিমিটেডের চাহিদা অনুযায়ী জাহাজটি নির্মাণ করেছে আনন্দ শিপইয়ার্ড নামের একটি বাংলাদেশী জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান।


রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে জাহাজটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।


আনন্দ শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস, এক্সপোর্ট, বন্ড ও আইটি) হোসেইন আহমদ, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো: নিজামুল হক, ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলা এবং আনন্দ শিপইয়ার্ড লিমিটেডের চেয়ারম্যান ড. আব্দুল্লাহেল বারী।


ড. আব্দুল্লাহেল বারী জানান, জাহাজটির ধারণক্ষমতা ৬ হাজার ১০০ ডেড ওয়েট টন (ডিডব্লিউটি)। জাহাজটি মাল্টিপারপাস হওয়ার কারণে ভারী স্টিলের কয়েল, খাদ্যশস্য, কাঠ এবং কনটেইনারের পাশাপাশি বিপজ্জনক দ্রব্যাদিও বহন করতে পারবে। বাল্টিক সমুদ্রে চার ফুট বরফ আচ্ছাদিত অবস্থায় চলতে পারবে।


জাহাজটি রফতানি করে বাংলাদেশ ১০০ কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে।


নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা আমাদের গর্ব। জাহাজ রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের আরেকটি দ্বার উন্মোচিত হয়েছে।’


তিনি বলেন, ‘আমাদের অত্যাধুনিক জাহাজ নির্মাণের দক্ষতা রয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে এই শিল্প তৈরি পোশাক শিল্পের কাছাকাছি রফতানি আয় অর্জন করবে।’


১৯৮৩ সাল থেকে আনন্দ শিপইয়ার্ড ও স্লিপওয়েজ লিমিটেড ৩৫০টি জাহাজ সরবরাহ করেছে।


জাহাজ রফতানি, জাহাজ ব্যবস্থাপনা, ক্যাপ্টেন ও মেরিন ইঞ্জিনিয়ার সরবরাহ, অভ্যন্তরীণ শিপিং লাইন দ্বারা সমুদ্র পরিবহন, উপকূলীয় এবং অভ্যন্তরীণ কার্গো ও যাত্রী পরিবহনের মাধ্যমে জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশে বছরে ১৫ হাজার কোটি টাকা অবদান রাখে।


সূত্র : ইউএনবি


কোন মন্তব্য নেই