সূচকের উত্থান, লেনদেন ছাড়াল ১ হাজার ৫০০ কোটি টাকা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সূচকের উত্থান, লেনদেন ছাড়াল ১ হাজার ৫০০ কোটি টাকা


সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে এদিন আগের কার্যদিবসে তুলনায় লেনদেন বেড়েছে ৩১৭ কোটি টাকা।


ডিএসই’র দেওয়া তথ্য মতে, রোববার (২ অক্টোম্বর) লেনদেনের শুরুতেই বড় উত্থান হয় শেয়ারবাজারে। লেনদেন শেষে ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১৮ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ৫৩১ পয়েন্টে।


প্রধান সূচকের সঙ্গে আজ ডিএসই’র অপর দুই সূচকও বেড়েছে। বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই ৩০’এবং আর শরীয়াহ ভিত্তিক কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই এস’ সমান ৩ পয়েন্ট বেড়েছে।


সব সূচকের উত্থানের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনও বৃদ্ধি পেয়েছে। আজ এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকা।


সূচক-লেনেদেনের উত্থানের দিনে ডিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার অপরিবর্তিত রয়েছে। রোববার এক্সচেঞ্জটিতে মোট ৩৭৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮১ টিই শেয়ারদর হারিয়েছে, বিপরীতে শেয়ারদর বেড়েছে ১১৫টি কোম্পানির। আর বাকি ১৭৭টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

কোন মন্তব্য নেই