গ্রামীণফোনের স্কিটো হ্যাকাথনে বিজয়ী আইইউটি টিম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গ্রামীণফোনের স্কিটো হ্যাকাথনে বিজয়ী আইইউটি টিম


স্কিটো হ্যাকাথন প্রোগ্রামের চূড়ান্ত আয়োজন করেছে গ্রামীণফোনের জনপ্রিয় প্যাকেজ স্কিটো। সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জিপি হাউসে জমকালো অনুষ্ঠানে এ প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপদের নাম ঘোষণা করা হয়। ফাইনালে বিজয়ী হয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) টিম 'সার্কিট ব্রোকার্স'।


'হ্যাক ইট টু মেক ইট' প্রতিপাদ্যে এ স্কিটো হ্যাকাথন আয়োজনের উদ্দেশ্য ছিল ব্যবসায়িক মডেল সম্পর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তরুণ এবং মেধাবী শিক্ষার্থীদের তাদের নিজ নিজ আগ্রহের বিষয়ে কার্যক্রমে জড়িত হতে উৎসাহিত করা এবং স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচের (কৌশলগত পদক্ষেপ) মাধ্যমে সমস্যা সমাধানে তাদের সক্ষমতা প্রমাণ করা।

নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ব্র্যাক ইউনিভার্সিটি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের একটি সমস্যা (কেস) দেওয়া হয় এবং এ সমস্যা সমাধানের জন্য ব্যবসায়িক মডেল ও প্রটোটাইপ তৈরি করতে বলা হয়। গত জুনে স্কিটোর হ্যাকাথনে অংশ নেওয়ার জন্য অংশগ্রহণকারীরা স্বতঃস্ম্ফূর্তভাবে সাড়া দেয়। সবশেষে তিন থেকে পাঁচজন সদস্যকে নিয়ে গঠিত ১০টি টিমকে ফাইনালের সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত করা হয়।


প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) টিম 'এন্ড গেম' এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম 'ইনমেটস'। গ্রামীণফোনের সিএইচআরও সৈয়দ তানভির হোসেন এবং সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বিজয়ীদের হাতে চেক তুলে দেন।


সাজ্জাদ হাসিব বলেন, তরুণদের সব সময় প্রাধান্য দেয় গ্রামীণফোন। গ্রামীণফোন বিশ্বাস করে, আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ তরুণ প্রজন্ম চতুর্থ শিল্পবিপ্লবের সুযোগ নিতে সক্ষম হবে, যদি তারা ভবিষ্যৎ উপযোগী ডিজিটাল দক্ষতা অর্জন করতে পারে। এটা হলে তারাই ভবিষ্যতের অর্থনীতির চালিকাশক্তিতে রূপান্তরিত হবে।

কোন মন্তব্য নেই