জনতা ব্যাংকে অফিসার পদে চতুর্থ প্যানেল থেকে নিয়োগ পেলেন যাঁরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জনতা ব্যাংকে অফিসার পদে চতুর্থ প্যানেল থেকে নিয়োগ পেলেন যাঁরা


ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডের অফিসার (ক্যাশ) পদে চতুর্থ প্যানেল থেকে ১৪ জন নিয়োগ পেয়েছেন। বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, জনতা ব্যাংকের ২০১৬ সালভিত্তিক অফিসার (ক্যাশ) পদে প্যানেল থেকে চতুর্থ পর্যায়ে ১৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।


নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখা যাবে এই লিংকে। নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম জনতা ব্যাংক সম্পাদন করবে। তবে প্রকাশিত ফলাফলে সংশোধনের প্রয়োজন হলে ব্যাংকার্স সিলেকশন কমিটি তা সংশোধন করবে।

কোন মন্তব্য নেই