নিজের ব্যাটিং দেখে নিজেই বিস্মিত সূর্যকুমার!
সূর্যকুমার যাদবে ক্রিকেট বিশ্ব মজে আছে। ছন্দময় ব্যাটিংয়ে সমর্থকদের পাশাপাশি মুগ্ধ করছেন প্রতিপক্ষকেও। খেলতে পারেন উইকেটের চারদিকেই, হাঁকাতে পারেন বিশাল ছক্কা। সূর্যকুমার যাদবের এমন ব্যাটিংয়ে মুগ্ধ বড় তারকারা। তবে অবাক করা বিষয় হলো, নিজের খেলা দেখে সূর্যকুমার নিজেই নাকি বিস্মিত!
হ্যাঁ, অবাক হলেও সত্য। ঘটনাটা রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে। ৫১ বলে অপরাজিত ১১১ রান করার পথে লকি ফার্গুসনের করা ১৯তম ওভারে ৪ বাউন্ডারি ও ১ ছক্কা হাঁকান যাদব। ডিপ পয়েন্টের ওপর দিয়ে মারা, স্কুপ, র্যাম্প, কাটসহ নান্দনিক সব শটই খেলেন ওই ওভারে।
ম্যাচ শেষে নিজের খেলা শট হাইলাইটসে দেখেন সূর্যকুমার যাদব। এই সময় অন্য সবার মতো তিনি নিজেও নিজের খেলা দেখে অবাক হয়েছেন বলে জানান সূর্য কুমার নিজেই।
তিনি বলেন, ‘আমি নিজেও আমার কিছু শট দেখে অবাক হই, যখন আমি ঘরে ফিরে সেগুলো দেখি। অবশ্যই আমি সব হাইলাইটস দেখি, আমি ভালো বা খারাপ যাই করি না কেন। আমি নিজেই কখনো কখনো আমার খেলা শট দেখে বিস্মিত হয়ে যাই (হাসি)।’
কোন মন্তব্য নেই