শতকোটি ডলার ক্রিপ্টো চুরি করেছে উত্তর কোরিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শতকোটি ডলার ক্রিপ্টো চুরি করেছে উত্তর কোরিয়া


উত্তর কোরিয়ার বিরুদ্ধে শতকোটি ডলারেরও বেশি ক্রিপ্টোকারেন্সি ও নগদ অর্থ চুরির অভিযোগ উঠেছে। পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে অর্থায়নের জন্য উত্তর কোরিয়া এ অর্থ চুরি করেছে বলে দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস। গত মঙ্গলবার প্রতিনিধি পরিষদে অভ্যন্তরীণ নিরাপত্তা কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনের আগে জমা দেয়া লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেছেন। খবর কোরিয়া হ্যারল্ড।


লিখিত বিবৃতিতে মায়োরকাস বলেন, শুধু দুই বছরের মধ্যে উত্তর কোরিয়া বিশ্বব্যাপী সাইবার হামলার মাধ্যমে তাদের গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচির খরচ জোগাতে ১০০ কোটি ডলারেরও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়াসহ শত্রু দেশগুলোর সাইবার অপরাধীরা বিশ্বজুড়ে প্রতারণা কৌশল আরো জোরালো করেছে, যা আমাদের আরো বিরূপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এছাড়া স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করতে আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল, বৈদ্যুতিক গ্রিড ও পানি শোধনাগারগুলোর ওপর র্যানসমওয়্যার হামলা করা হচ্ছে।


এফবিআইসহ বিভিন্ন মার্কিন সংস্থার তদন্ত প্রতিবেদন উল্লেখ করে মায়োরকাস বলেছেন, এখন পর্যন্ত ১৬টি মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতের ১৪টিতেই র্যানসমওয়্যার হামলার ঘটনা ঘটেছে। এসব সাইবার হামলায় ২০২১ সালের প্রথমার্ধে ভুক্তভোগীরা প্রায় ৫৯ কোটি ডলার মুক্তিপণ দিয়েছে, যেখানে ২০২০ সালে এর পরিমাণ ছিল ৪১ কোটি ৬০ লাখ ডলার।

কোন মন্তব্য নেই