টুইটার পরিচালনায় নতুন কাউকে দায়িত্ব দেবেন মাস্ক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুইটার পরিচালনায় নতুন কাউকে দায়িত্ব দেবেন মাস্ক


সম্প্রতি অধিগ্রহণকৃত মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার পরিচালনায় নতুন কাউকে দায়িত্ব দেয়ার কথা জানিয়েছেন টেসলাপ্রধান ইলোন মাস্ক। পাশাপাশি চলতি সপ্তাহে একটি সাংগঠনিক পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করার আশাও ব্যক্ত করেছেন তিনি। খবর রয়টার্স।


ডেলাওয়ার আদালতে একটি মামলায় সাক্ষ্য দেয়ার সময় এ কথা জানান টুইটারের নতুন প্রধান নির্বাহী। তবে পরবর্তী সময়ে দেয়া এক টুইট বার্তায় মাস্ক জানান, টুইটার শক্তিশালী অবস্থানে না আসা পর্যন্ত তিনিই সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন। আর এটি সম্পাদনে বেশ সময় লাগবে। টুইটারের সাবেক প্রধান নির্বাহী জ্যাক ডরসি পুনরায় দায়িত্ব গ্রহণের বিষয়ে অপারগতা প্রকাশের পর পরই মাস্ক টুইটে এ কথা জানান।


টুইটে ডরসিকে একজন ব্যবহারকারী দায়িত্ব গ্রহণ করবেন কিনা জিজ্ঞাসা করার পর তিনি উত্তরে ‘না’ বলেন। মূলত টুইটার অধিগ্রহণের পর ইলোন মাস্ক সেটি পরিচালনায় ও পুনর্গঠনে যে সময় দিচ্ছিলেন তা নিয়ে টেসলার বিনিয়োগকারীরা উত্কণ্ঠা প্রকাশ করছিলেন। সাক্ষ্য দেয়ার সময় মাস্ক বলেন, অধিগ্রহণের পর প্লাটফর্মটি পুনর্গঠনে বড় ধরনের কর্মযজ্ঞ প্রয়োজন। কিন্তু এরপর আমি টুইটারে আমার সময় কমানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি।


মাস্ক জানান, টেসলার কিছু ইঞ্জিনিয়ার টুইটারের ইঞ্জিনিয়ারিং দল মূল্যায়নে কাজ করেছেন। তবে তারা স্বেচ্ছায় ও ঘণ্টাভিত্তিক চুক্তিতে কাজ করেছেন বলে জানিয়েছেন। টুইটার অধিগ্রহণের পর প্রথম দুই সপ্তাহে বিভিন্ন বিবাদ ও সমালোচনার মধ্যে ছিলেন ইলোন মাস্ক। দায়িত্ব নেয়ার পর পরই তিনি সাবেক প্রধান নির্বাহী থেকে শুরু করে প্লাটফর্মের শীর্ষ অনেক কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছেন। এমনকি চলতি মাসের শুরুতে অর্ধেকের বেশি কর্মী ছাঁটাই করেছেন।

কোন মন্তব্য নেই