টুইটারে নতুন সাইনআপের রেকর্ড - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টুইটারে নতুন সাইনআপের রেকর্ড


টুইটারে নতুন ব্যবহারকারীর সাইন-আপ রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে বলে জানান ইলোন মাস্ক। বিজ্ঞাপনদাতারা যখন মাইক্রোব্লগিং প্লাটফর্মটি ছেড়ে দিচ্ছে তখন ইতিবাচক এ খবর জানানোর মাধ্যমে আস্থা অর্জনের চেষ্টা করছেন এ বিলিয়নেয়ার উদ্যোক্তা।


সম্প্রতি এক টুইটে মাস্ক জানান, ১৬ নভেম্বরের পর থেকে গত সাতদিনে প্লাটফর্মটিতে দৈনিক সাইন-আপের পরিমাণ ২০ লাখ ছাড়িয়েছে, ২০২১ সালের একই সপ্তাহের তুলনায় যা ৬৬ শতাংশ বেশি।


তিনি আরো জানান, প্লাটফর্মে ব্যবহারকারীদের সময় কাটানোর ব্যাপ্তিও বেড়েছে। ১৫ নভেম্বরের পর থেকে গত এক সপ্তাহে দৈনিক সময় কাটানোর পরিমাণ ৮০০ কোটি মিনিটে দাঁড়িয়েছে। ঘৃণামূলক বক্তব্যের পরিমাণও গত অক্টোবরের তুলনায় লক্ষণীয় পরিমাণে কমেছে। স্পেসএক্স ও টেসলার মতো সফল কোম্পানির এ প্রতিষ্ঠাতা জানান, টুইটার অধিগ্রহণের পর ‘এক্স’ নামে একটি সব কাজের অ্যাপ নিয়ে আসা সহজতর হবে। টুইটার ২.০ দি এভরিথিং অ্যাপে এনক্রিপটেড ডিরেক্ট মেসেজ (ডিএম), দীর্ঘকায় টুইটসহ আর্থিক লেনদেন করা সম্ভব হবে। গতকাল আরেক টুইটে মাস্ক বলেন, ১২ থেকে ১৮ মাসের মধ্যে টুইটারের সক্রিয় মাসিক ব্যবহারকারী ১০০ কোটির সীমা অতিক্রম করবে।


মাস্কের টুইটার অধিগ্রহণের পর সৃষ্ট অস্থিরতায় অনেকেই প্লাটফর্মটিতে বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দেয়। বিজ্ঞাপন বন্ধ করে দেয়া কোম্পানির মধ্যে রয়েছে জেনারেল মোটরস (জিএম), ফাইজার ও ফক্সওয়াগনের মতো কোম্পানি।


ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, মাস্কের নিয়ন্ত্রণে টুইটার কনটেন্ট মডারেশনে ভিন্নতা আনতে পারে এবং দৃষ্টিকটু অনেক কনটেন্ট সেখানে পাওয়া যেতে পারে এ রকম আশঙ্কা অনেক কোম্পানির। আবার টুইটারের শীর্ষ পদে অনিশ্চয়তায় কেউ কেউ প্লাটফর্মটি থেকে বিদায় নিচ্ছে। টুইটারের নিয়ন্ত্রণ বুঝে নিয়েই শীর্ষ নির্বাহী পরাগ আগারওয়ালসহ একদল শীর্ষ কর্মকর্তাকে ছাঁটাই করেন মাস্ক।


বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান এস৪ ক্যাপিটালের চেয়ারম্যান মার্টিন সরেল জানান, তিনি তার গ্রাহকদের দেখেশুনে এগোনোর পরামর্শ দিয়েছেন। আবার ইন্টারপাবলিক গ্রুপের মতো কিছু কোম্পানি গ্রাহকদের টুইটারে বিজ্ঞাপন দেয়া থেকে একেবারে বিরত থাকার পরামর্শ দিচ্ছে।


বিজ্ঞাপনদাতাদের প্রস্থানে কোম্পানির আয়ে যে প্রভাব পড়েছে তা স্বীকার করেছেন মাস্ক নিজে। এজন্য তিনি সুশীল সমাজের বিভিন্ন গোষ্ঠীর প্রতি অভিযোগের তীর নিক্ষেপ করেন।


অর্থের বিনিময়ে ভেরিফিকেশন চালুর সিদ্ধান্তটি শুরুতেই মাঠে মারা যায়। বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট নিজেদের ভেরিফাই করে নিতে শুরু করলে সিদ্ধান্ত থেকে পিছু হটে মাস্ক নেতৃত্বাধীন টুইটার। গত শুক্রবার তিনি ব্যবহারকারীদের আশ্বস্ত করেন, আগামী শুক্রবার প্লাটফর্মে ভেরিফিকেশন প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে। তবে এতে বেশকিছু নতুন ফিচার যুক্ত হচ্ছে। ব্যক্তি, সরকারি অ্যাকাউন্ট ও কোম্পানির জন্য একাধিক কালার নিয়ে আসা হচ্ছে। টুইটারের নতুন এ স্বত্বাধিকারী সম্প্রতি জানান, শুক্রবার থেকে নতুন ভেরিফিকেশন পরিষেবা চালু হবে। এর আওতায় বিভিন্ন ব্যক্তির ভেরিফায়েড অ্যাকাউন্টে নীল টিক থাকবে। সরকারি প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ থাকবে ধূসর এবং বিভিন্ন কোম্পানির জন্য সোনালি টিক। তবে ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য ফি প্রযোজ্য হবে কিনা তা নিশ্চিত করেননি মাস্ক।


টুইটারের দায়িত্ব নেয়ার পর ৭ ডলার ৯৯ সেন্টের বিনিময়ে ভেরিফায়েড অ্যাকাউন্ট চালুর ঘোষণা দিয়েছিলেন মাস্ক। কিন্তু অল্প সময়ের মধ্যে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট চালু এবং বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে ওই পরিকল্পনা স্থগিত করা হয়।


বর্তমানে চার লাখেরও বেশি টুইটার অ্যাকাউন্টে ব্লু টিক রয়েছে। সাধারণত এগুলো বিভিন্ন সেলিব্রিটি, রাজনীতিবিদ, সাংবাদিক, সরকারি বিভাগ ও করপোরেশনের অ্যাকাউন্ট। মাস্ক বলছেন, নতুন নীতিমালায় সেলিব্রিটি হোক বা না হোক সবাই ব্লু টিকের জন্য বিবেচিত হবেন। আগামী সপ্তাহে এ নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান মাস্ক। আয়ের উৎসেবৈচিত্র্য আনার জন্য অর্থের বিনিময়ে ভেরিফিকেশন চালুর সিদ্ধান্ত নিয়েছিলেন মাস্ক। কিন্তু ভুয়া অ্যাকাউন্টের দৌরাত্ম্য ঠেকাতে ব্যর্থ হয়ে সেখান থেকে পিছু হটতে হয় এ বিলিয়নেয়ার উদ্যোক্তাকে।


ওমনকিম নামে প্রধান এক বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান জানায়, কারো আইডেনটিটি নকলের সমস্যার কারণে টুইটার প্লাটফর্মে বিজ্ঞাপন স্থগিত রাখতে গ্রাহকদের পরামর্শ দিয়েছেন তারা। নভেম্বরের শুরুতে ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ভেরিফিকেশনে চার্জ প্রযোজ্য হবে না। সর্বশেষ প্রান্তিকের উপাত্তে দেখা গিয়েছে, টুইটারের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ২৩ কোটি ৮০ লাখ। তবে ৪ হাজার ৪০০ কোটি ডলারে ইলোন মাস্কের টুইটার অধিগ্রহণের পর মাইক্রোব্লগিং সাইটটির সক্রিয় ব্যবহারকারী ২৫ কোটি ছাড়িয়েছে, প্লাটফর্মটির ইতিহাসে যা রেকর্ড সর্বোচ্চ।

কোন মন্তব্য নেই