আইফোনের ক্লোন শাওমি ১৩!
ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে চীনের প্রযুক্তি জায়ান্ট শাওমি বেশকিছু স্মার্টফোন বাজারজাত করেছে। শিগগিরই আরো একটি ডিভাইস আনবে প্রতিষ্ঠানটি। চলতি বছরেই একটি রেগুলার ও একটি প্রো মডেলের ঘোষণা দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। গুঞ্জন রয়েছে ডিভাইসটি দেখতে অনেকটা আইফোনের মতো হবে। খবর গিজচায়না।
পিগটোয়ের খবরে শাওমি ১৩-এর নতুন লুক প্রকাশ করা হয়েছে। সেখানে প্রকাশিত ছবি ও ভিডিওতে শাওমি ১৩-এর একটি অ্যালুমিনিয়াম ডামি ফোন দেখা গিয়েছে। ছবির তথ্যানুযায়ী, শাওমির স্মার্টফোনটি চারকোনা প্রান্তসহ বেশ ফ্ল্যাট। এর মধ্য দিয়ে চাইনিজ ম্যানুফ্যাকচারিং জায়ান্টটি শেষ পর্যন্ত রেগুলার গোলাকৃতির ডিজাইন থেকে বেরিয়ে আসবে। তাছাড়া এমন চারকোনা প্রান্তের কারণে একে পুরোপুরি আইফোনের মতোই দেখা যাবে।
শুধু যে চারকোনা প্রান্তের কারণেই যে ডিভাইসটিকে আইফোনের মতো দেখাচ্ছে তা নয়। এর সামনের দিকের ডিজাইনেও বেশ পরিবর্তন আনা হয়েছে। নতুন রিয়ার ক্যামেরা বাম্পের ডিজাইন অনেকটা আইফোনের ক্যামেরা মডিউলের মতোই। যদিও আইফোনের তুলনায় শাওমির ডিভাইসটির বাম্প রিয়ারের অনেকটা জায়গা দখল করে রাখছে।
শাওমি ১৩ সিরিজের ফোনগুলোতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। রিয়ার কভার পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে, ফ্ল্যাট সামনের অংশের পাশাপাশি প্রান্তগুলো খুব কমই গোলাকার। সামনের দিক থেকে শাওমির স্মার্টফোনে সিমেট্রিক্যাল বেজেলস এবং একটি সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ডিসপ্লের মাঝ বরাবর ক্যামেরাটি যুক্ত থাকবে। চারকোনা প্রান্তের পাশাপাশি ডিভাইসটির পাওয়ার ও ভলিউম বাটন থাকবে ডান দিকে। নিচের দিকে ইউএসবি টাইপ-সি পোর্টের পাশাপাশি থাকবে নিয়মিত স্পিকার গ্রিল। স্মার্টফোনটি কিছুটা কমপ্যাক্ট। আইফোন ১৪ থেকে এটা অল্প কিছু লম্বা। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী ২০২২ সালের শেষ নাগাদ স্মার্টফোনটি উন্মুক্ত করা হতে পারে। একই সময়ে শাওমি ১৩ প্রোও চালুর কথাও রয়েছে বলে জানা গিয়েছে।
কোন মন্তব্য নেই