ছদ্ম অ্যাকাউন্টের চাপে টুইটারের ব্লু ভেরিফিকেশন বন্ধ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ছদ্ম অ্যাকাউন্টের চাপে টুইটারের ব্লু ভেরিফিকেশন বন্ধ


ছদ্মবেশী অ্যাকাউন্টের চাপের কারণে ব্লু ভেরিফিকেশন ব্যবস্থা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। পরবর্তী নোটিসের আগে আর সেবাটি চালুর বিষয়ে কোনো তথ্যা জানা যাবে না। খবর স্কাইনিউজ।


বর্তমানে যুক্তরাজ্যে ৬ দশমিক ৯৯ পাউন্ড ও যুক্তরাষ্ট্রে ৮ ডলারের বিনিময়ে প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের যে কেউই টুইটার ব্লু পরিষেবাটি গ্রহণ করতে পারে। এর আগে জনপ্রিয় তারকা ও সংবাদমাধ্যম বা সংবাদকর্মীর মতো বিভিন্ন সুপরিচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রকৃত অ্যাকাউন্ট শনাক্তে এটি ব্যবহার করা হতো।


প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন করে ঢেলে সাজানো মডেলের কারণে প্লাটফর্মে অসংখ্য ছদ্মবেশী অ্যাকাউন্ট ভেরিফিকেশন পাওয়ার চেষ্টা করছে। এমনকি যিশুর একটি প্যারোডি অ্যাকাউন্টও ভেরিফিকেশন পেয়েছে। ১৪ বছর আগে ২০০৬ সালে অ্যাকাউন্টের মালিক এটি চালু করেন।


বিজনেস ইনসাইডারকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, অ্যাকাউন্টটি দীর্ঘদিন ধরে আমার কাছে থাকলেও এটি আদৌ কোনোদিন ভেরিফায়েড হবে কিনা সেটি আমি জানতাম না। এর আগে আমি ভেরিফিকেশনের জন্য আবেদন করেছি। কিন্তু তাত্ক্ষণিকভাবে তা বাতিল করে দেয়া হয়েছিল।


আরেকটি ভুয়া অ্যাকাউন্টে বিনামূল্যেই ইনসুলিন পাওয়ার অপপ্রচার চালানো হচ্ছিল। এমন কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল জায়ান্ট এলি লিলি অ্যান্ড কোং ক্ষমা চাইতে বাধ্য হয়।


অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার অধিগ্রহণ করেন টেসলাপ্রধান ইলোন মাস্ক। মালিকানা পাওয়ার ১৫ দিনের মধ্যেই নিজের দুই কোম্পানি টেসলা ও স্পেসএক্সের নকল ভেরিফায়েড অ্যাকাউন্ট দেখেছেন তিনি। এমনকি তার নিজের নামেও দুটি ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে। অধিগ্রহণের পর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে অর্ধেক কর্মী ছাঁটাইয়ের কারণে টুইটার দেউলিয়া হতে পারে, মাস্কের এমন সতর্কবার্তার কয়েক ঘণ্টা পরই নতুন এ স্থগিতাদেশ প্রকাশ্যে এলো।


নতুন এ নিয়মের কারণে ব্রিটিশ অভিনেতা স্টিফেন ফ্রাইসহ আরো অনেকেই তাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে বাধ্য হন। প্লাটফর্মটির অস্তিত্ব নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞাপনদাতারা। সম্প্রতি দেয়া এক পোস্টে মাস্ক জানান, অনেক বেশি ভুয়া অ্যাকাউন্ট ব্লু চেকমার্ক পেয়েছে। এখন এটি সরানো ছাড়া কোনো উপায় নেই। অন্যদিকে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় টুইটার এখন সর্বকালের সেরা অবস্থানে আছে বলেও দাবি জানিয়েছেন তিনি।


বর্তমানে টুইটারে দুই ধরনের ব্লু চেক আছে। তবে এগুলো হুবহু একই রকম দেখতে। এর একটি হলো মাস্ক টুইটারের মালিকানা পাওয়ার আগে ভেরিফায়েড হওয়া অ্যাকাউন্ট, যেখানে এ অ্যাকাউন্ট ভেরিফায়েড। কারণ এটি সরকারি, সংবাদ, বিনোদন বা অন্য কোনো বিশেষ বিভাগের আওতাধীন। আরেকটি হলো ব্লু গ্রাহক সেবার জন্য নিশ্চিত করা অ্যাকাউন্ট।

কোন মন্তব্য নেই