জালালাবাদ গ্যাসে চার ক্যাটাগরির পদে চাকরি পেলেন যাঁরা
জালালাবাদ গ্যাস টিঅ্যান্ডডি সিস্টেম লিমিটেডে (জেজিটিডিএসএল) চার ক্যাটাগরির পদে প্যানেল থেকে নিয়োগের জন্য ২১ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।
জেজিটিডিএসএলের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত প্রার্থীরা হলেন—
সহকারী ব্যবস্থাপক (সাধারণ): ১২০০৫১৫৪
সহকারী ব্যবস্থাপক (অর্থ): ১৩০০১২৫৩, ১৩০০১৪৪৬
সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক): ১৫০০০০৫৪, ১৫০০০৪৮৫, ১৫০০২০৩০, ১৫০০২০৬৪
সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ১৬০০০১৫৯, ১৬০০০৪১৭, ১৬০০০৯০৩, ১৬০০০৯৯০, ১৬০০১১৮২, ১৬০০১২৪২
সহকারী প্রকৌশলী (কম্পিউটার): ১৭০০০২১১, ১৭০০০৬২৮
সহকারী প্রকৌশলী (কেমিক্যাল): ১৯০০০০৫১, ১৯০০০০৭৭
উপসহকারী প্রকৌশলী (সিভিল): ২১০০১০৫৫
উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল): ২২০০১৫৯৬
উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল): ২৩০০০৭৮৯
উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল): ২৫০০০০৮৮
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্ণিত রোল নম্বরধারী প্রার্থীদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় ডাকযোগে এবং ই-মেইল আইডি বরাবর নিয়োগপত্র পাঠানো হবে।
সংশ্লিষ্ট প্রার্থীদের আগামী ৪ ডিসেম্বর জেজিটিডিএসএলে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
কোন মন্তব্য নেই