ইউরোপে মাফিয়াদের টার্গেটে শরণার্থী শিশুরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইউরোপে মাফিয়াদের টার্গেটে শরণার্থী শিশুরা


ভাগ্যের সন্ধানে ইউরোপে পাড়ি দেয়ার পথে মা-বাবাকে হারানো হাজার হাজার শিশু পাচারকারীদের কবলে পড়ে। নিখোঁজ শিশুদের দিয়ে ভিক্ষা, যৌনবৃত্তিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করায় মাফিয়ারা। এমনকি শিশুদের অঙ্গ-প্রতঙ্গ পাচার করা হয়।


এ বিষয়ে আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়, রুশ অভিযানে কত শিশু ইউক্রেন ছেড়েছে সেই হিসাব অজানা। আন্তর্জাতিক সংস্থাগুলোর নথি অনুযায়ী, নিখোঁজ শিশুদের নানা ক্ষেত্রে অবৈধ কর্মকাণ্ডে যুক্ত করে পাচারকারীরা। তবে কত শিশু নিখোঁজ, কতজন জীবিত, তারা কোথায়- এ সব বিষয়ে তথ্য জানাতে পারেনি তারা।


আগামী ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষে সাকারিয়া বিশ্ববিদ্যালয়ের ডায়াস্পোরা রিসার্চ সেন্টারের গবেষক জেহরা হোপিয়ার ইউরোপে নিখোঁজ শরণার্থী শিশুদের নিয়ে একটি মূল্যায়ন প্রতিবেদন তৈরি করেছেন।


তিনি বলেন, ২০১৫ সালে শরণার্থী সংকটে শিশুদের নিখোঁজ হওয়া শুরু হয়। সাম্প্রতিক বছরে উল্লেখযোগ্য হারে শরণার্থী শিশুর সংখ্যা বাড়ছে। তারা শিক্ষা, খাদ্য ও স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত হয়ে বড় হচ্ছে।


ইউরোপে নিখোঁজদের নিয়ে ২০২১ সালের একটি গবেষণাপত্র প্রকাশ হয়। যার তথ্য অনুযায়ী, ২০১৮-২০২০ সালে ইউরোপে ১৮ হাজার শরণার্থী শিশু নিখোঁজ হয়েছে। এর গড় হিসাবে দৈনিক নিখোঁজের সংখ্যা ১৭ জন। গবেষকদের মতে, প্রকৃত সংখ্যা আরো বেশি। কারণ তথ্য সংগ্রহের সময় কর্তৃপক্ষের সঙ্গে যাচাই-বাছাই করা হয়নি।


হোপিয়া বলেন, ২০২১ সালের জুলাই থেকে চলতি বছর আগস্ট পর্যন্ত যুক্তরাজ্যে নিখোঁজ শরণার্থী শিশুর সংখ্যা ১১৬। ইতালিতে এ বছরের প্রথম চার মাসে নিখোঁজ হয় ২ হাজার ৪০৯ শিশু। জার্মানির ফেডারেল ক্রিমিনাল অফিসের তথ্যানুযায়ী, প্রত্যেক বছর দেশটিতে ১ হাজার ৬০০ শিশু নিখোঁজ হয়।


তিনি বলেন, মাফিয়া গোষ্ঠীগুলো শরণার্থী শিশুদের টার্গেট করে ঝুঁকিপূর্ণ, সহিংস ও যৌনবৃত্তিতে ব্যবহার করে।


এর আগে ২০১৬ সালে ইউরোপে শিশুদের নিখোঁজ হওয়ার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পুলিশ এজেন্সি ইউরোপেলের প্রতিবেদনে সোচ্চার হয়েছিল বিশ্ব। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিষয়টিকে আরেকবার সামনে নিয়ে এসেছে। 

কোন মন্তব্য নেই