ভারতে চালু হলো নাকে দেয়ার করোনা টিকা
গ্রাফিকস কার্ড বা চিপের দিক থেকে এনভিডিয়া ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি) বর্তমানে শীর্ষে। পাল্লা দিয়ে টিকে থাকার লড়াই ইন্টেলের। এর অংশ হিসেবে গ্রাফিকস চিপ ইউনিটকে দুই ভাগ করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। গ্রাহক পর্যায়ের গ্রাফিকস ইউনিটটি ইন্টেলের ক্লায়েন্ট কম্পিউটার গ্রুপের সঙ্গে যুক্ত করা হবে। অন্যদিকে এক্সিলারেটেড কম্পিউটিং দলটি ডাটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসার সঙ্গে যুক্ত হবে। রয়টার্সসম্প্রতি চীনে কভিড সংক্রমণ বাড়ছে। দেশটিতে এরই মধ্যে হাসপাতালে রোগীর ভিড় বাড়তে শুরু করেছে, শুরু হয়েছে ওষুধ সংকট। এমন পরিস্থিতিতে নাকে নেয়ার করোনা ভ্যাকসিন দেয়া শুরু করেছে ভারত। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে।
ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইনকোভ্যাক নামের এ টিকা নিতে গেলে সিরিঞ্জ ব্যবহার করতে হবে না। দুই ফোঁটা তরল শ্বাসের সঙ্গে টেনে নিলেই টিকাদান সম্পন্ন হবে।
গত নভেম্বরে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিওজিআই) সীমিত পরিমাণে ব্যবহারের শর্তে টিকাটির অনুমোদন দেয়। এটি ভারতের প্রথম বুস্টার ডোজ। আপাতত ১৮ বছরের বেশি বয়সীদের এ টিকা দেয়া হবে।
দেশটিতে সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও কোভ্যাক্স, ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, রাশিয়ার স্পুটনিক ভি এবং বায়োলজিক্যাল ই লিমিটেডের কর্বেভ্যাক্স কোভিন টিকাগুলো দেয়া হচ্ছে। এবার তালিকায় যুক্ত হলো ভারত বায়োটেকের নতুন ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক। যারা দুই ডোজ কোভ্যাক্সিন কিংবা কোভিশিল্ড টিকা নিয়েছেন, তাদের বুস্টার ডোজ হিসেবে এ টিকা দেয়া হবে।
কোন মন্তব্য নেই