শেষ ষোলোতে কে কার মুখোমুখি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শেষ ষোলোতে কে কার মুখোমুখি


শেষ হলো কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচ। গ্রুপপর্বের শেষ দিনেও অঘটনের সাক্ষী হয়েছে পুরো বিশ্ব। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ক্যামেরুন। গ্রুপপর্বে শুধু ব্রাজিলের অঘটনই শেষ না, প্রথম দিন থেকেই নানা অঘটনের দেখা মিলেছে এবারের বিশ্বকাপে। তবে শেষ পর্যন্ত গ্রুপপর্ব পেরিয়ে ১৬ দল নিশ্চিত করেছে এবারের বিশ্বকাপের নকআউট পর্ব।


আগের বিশ্বকাপে নকআউট পর্বের আগে একদিন বিরতি দিলেও, এবারের বিশ্বকাপে নকআউট পর্বের আগে কোনো বিরতি দেয়া হয়নি। ফলে শনিবার (৩ ডিসেম্বর) থেকেই শুরু হচ্ছে শেষ ষোলোর ম্যাচ। চলুন দেখে নেয়া যাক শেষ ষোলোতে কে কার মুখোমুখি হচ্ছে। 

 


এক নজরে শেষ ষোলোতে কে কার মুখোমুখি


৩ ডিসেম্বর (রাত ৯টা) নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র 

৩ ডিসেম্বর (রাত ১টা)  আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া 

৪ ডিসেম্বর (রাত ৯টা)  ফ্রান্স-পোল্যান্ড 

৪ ডিসেম্বর (রাত ১টা)  ইংল্যান্ড-সেনেগাল 

৫ ডিসেম্বর (রাত ৯টা)  জাপান-ক্রোয়েশিয়া 

৫ ডিসেম্বর (রাত ১টা)  ব্রাজিল-দক্ষিণ কোরিয়া 

৬ ডিসেম্বর (রাত ৯টা)  মরক্কো-স্পেন 

৬ ডিসেম্বর (রাত ১টা)  পর্তুগাল-সুইজারল্যান্ড  


কোন মন্তব্য নেই