আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ, সিরিজে সমতা ফেরাতে মরিয়া টাইগাররা
চট্টগ্রাম টেস্টে শুরুটা বাজে হলেও শেষটা ছিল চমকপ্রদ। প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে গুটিয়ে যাবার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ লড়াই করবে, তা হয়তো অধিকাংশ ক্রিকেটবোদ্ধাই ভাবতে পারেনি। তবে তাই হয়েছিল দ্বিতীয় ইনিংসে। ভারতের দেয়া ৫১৩ রানের লক্ষ্যে ৩২৪ রান সংগ্রহ করে ফেলে স্বাগতিকরা। যদিও ম্যাচটি হেরে যায়, তবে টাইগারদের এমন লড়াই নজর কেড়েছে সবার।
দ্বিতীয় টেস্টের আগে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আসা এলান ডোনাল্ডও তাই এই টেস্টে জয় পেতে ছক আঁকছেন চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংস থেকে। সাংবাদিকদের ডোনাল্ড বলেন, ‘দ্বিতীয় ইনিংসে আমরা যেভাবে খেলেছি সেটাই হতে পারে সাফল্যের নীলনকশা। আপনাকে সুযোগগুলো অবশ্যই লুফে নিতে হবে। আপনি টস জিতলেন, যদি ব্যাটিংয়ের সুযোগ পান, ৩৫০-৩৮০ রান করতে হবে। প্রথম ইনিংসের মূল্য কতটা, তা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। উইকেট বেশ শুষ্ক, ফলে আমাদেরকে আরো স্থির হতে হবে যেটা আমরা দ্বিতীয় ইনিংসে দেখিয়েছি।’
আগের টেস্টের প্রথম ইনিংসের ব্যর্থতা যেন পুনরাবৃত্তি না হয়, সেদিকেও নজর ডোনাল্ডের। তিনি বলেন, ‘আপনাকে অবশ্যই প্রথম ইনিংসে ভালো অবস্থানে থাকতে হবে। প্রথম ইনিংসই ম্যাচে নিয়ন্ত্রণ নিজের কাছে নেয়ার বড় সুযোগ। আর আমরা যদি আগে বোলিং করি, তবে সুযোগ হাতছাড়া করা যাবে না। প্রথম টেস্টে আমরা বেশ কিছু কঠিন সুযোগ হাতছাড়া করেছি। কিন্তু এই পর্যায়ে আমরা এগুলো হাতছাড়া করতে পারি না।’
এর আগে টেস্টে ১২ বার ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে ভারতের ১০ জয়ের বিপরীতে ড্র হয়েছে দুই ম্যাচ। তবে এবার ঢাকা টেস্ট নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন ডোনাল্ড। তিনি বলেন, ‘আমরা জিততে চাই। আমরা ভারতের বিপক্ষে খেলছি না অন্য কারও সাথে, সেটা আসলে আমাদের সাফল্যের পরিকল্পনা স্থির করবে না। আমরা জানি ১৫০ রান করে ম্যাচ জেতা সম্ভব নয়।’
এই সময় বড় আশার বাণী শোনান ডোনাল্ড। ম্যাচটি জিতেই বড় দিন উদযাপন করার ইচ্ছে তার। তিনি বলেন, ‘আমরা জিততে মুখিয়ে আছি। আমিসহ দলের অনেকেই জয় নিয়ে বাড়ি ফিরে বিলম্বিত ক্রিসমাস পালন করতে চাই।’
কোন মন্তব্য নেই