বক্সিং ডে টেস্টে প্রথম দিনশেষে এগিয়ে অস্ট্রেলিয়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

বক্সিং ডে টেস্টে প্রথম দিনশেষে এগিয়ে অস্ট্রেলিয়া


শুরু হয়েছে ঐতিহাসিক বক্সিং ডে টেস্ট। বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। যেখানে দিনশেষে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে ক্যাঙ্গারুরা। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ৫ উইকেট শিকারে মাত্র ১৮৯ রানেই গুটিয়ে গেছে প্রোটিয়ারা। বিপরীতে ১ উইকেটে ৪৫ রান তুলে দিনশেষ করেছে অস্ট্রেলিয়া।


এইদিন টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। নিজে উইকেট শূন্য থাকলেও কামিন্সের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছে সতীর্থরা। মাত্র ২৮.৩ ওভারে ৬৭ রানেই দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট তুলে নেয় অসি বোলাররা। যেখানে অবশ্য গ্রিনের শিকার মাত্র একটি, থিউনিস ডি ব্রুইনকে ফেরান তিনি।


ওপেনিং জুটিতে আসে ২৯ রান। স্কট বোল্যান্ডের শিকার হয়ে সারেল আরভি ১৮ রানে ফিরলে ভাঙে এই জুটি। অতঃপর দলীয় ৫৬ রানের মাথায় ফিরেন ব্রুইন। দুই রান যোগ করতেই এবার জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক ডিন এলগার রান আউট হয়ে ফেরেন ব্যক্তিগত ২৬ রানে। পরের বলেই টেম্বা বাভুমা ফেরেন ১ রান করে স্টার্কের শিকার হয়ে।


অতঃপর খানিকটা প্রতিরোধের চেষ্টা করে দক্ষিণ আফ্রিকা। কাইল ভারান্নে ও মার্কো জানসেনের ১১২ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় তারা। তবে ৩ রানের ব্যবধানে এই দু’জনকেই ফেরান গ্রিন। ভারান্নে ফিরেন ৫২ রান করে, জানসেনের ব্যাটে আসে ৫৯ রান। দক্ষিণ আফ্রিকার রান তখন ৭ উইকেটে ১৮২।


সেখান থেকে আর মাত্র ৭ রান যোগ করতেই বাকি ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কেশভ মহারাজ ২, কাগিজো রাবাদা ৪ ও লুঙ্গি এনগিডি ফিরেন ২ রান করে।


ক্যামেরন গ্রিনের ৫ উইকেট ছাড়াও ২ উইকেট নিয়েছেন স্টার্ক ও ১টি করে উইকেট পেয়েছেন বোল্যান্ড ও নাথান লায়ন।


জবাবে ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানে উসমান খাজাকে হারালেও ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভালো অবস্থানেই আছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৩৩ ও মার্নাস লাবুশানে অপরাজিত আছেন ৫ রানে। ১ রান করেছিলেন উসমান খাজা। ৪৫ রানে ১ উইকেট নিয়ে দিনশেষ করা অস্ট্রেলিয়া এখনো পিছিয়ে আছে ১৪৪ রানে।


কোন মন্তব্য নেই