মন্টানায় ফুটন্ত পানি নিমিষেই পরিণত বরফে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মন্টানায় ফুটন্ত পানি নিমিষেই পরিণত বরফে


যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্যে কতটা ঠাণ্ডা তা ভাবতে গেলেই শরীরে শিরশির করে উঠবে। হয়তো মুখ ফুটে বলেও ফেলতে পারেন, ‘ওরে বাবা, এত ঠাণ্ডা’। জ্বী হ্যাঁ, যুক্তরাষ্ট্রের বায়ুমণ্ডলের চাপ দ্রুত কমে যাওয়ায় সৃষ্ট তুষারঝড় ‘বোম্ব সাইক্লোনের’ রূপ নেয়ার ফলে এ ঘটনা ঘটেছে। 


বিবিসির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের মন্টানার এলক পার্কের তাপমাত্রা মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছিল। 


সংবাদমাধ্যমটির একটি ভিডিওতে দেখা গিয়েছে, এক ব্যক্তি একটি পাত্র থেকে ফুটন্ত পানি বাতাসে ছুড়ে দেয়ার সঙ্গে সঙ্গে তুষারে পরিণত হচ্ছে। 


এমন ভয়াবহ পরিস্থিতি শুধু যুক্তরাষ্ট্রেই না, কানাডা বড় অংশেও তুষার ঝড়ের প্রভাবে তাপমাত্রা হ্রাস পেয়েছে।  


এদিকে তুষারঝড়ের কবলে পড়েছে প্রায় ২০ কোটি মার্কিন নাগরিক। এখন পর্যন্ত অন্তত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঝড়ের কারণে গতকাল শুক্রবার (২৩ ডিসেম্বর) ১৫ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে এবং কয়েক হাজার ফ্লাইট বাতিল করা হয়।


বিবিসি জানিয়েছে, ঝড়ের সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে কানাডার অন্টারিও ও কুইবেক প্রদেশে। সেখানে লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। দেশটির বাকি অংশ ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউফাউন্ডল্যান্ড পর্যন্ত চরম শৈত্য প্রবাহ ও শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া আমেরিকার সাউথ ডাকোটায় ভারি তুষারপাতের কারণে আটকা পড়েছেন স্থানীয় নৃগোষ্ঠীর কিছু বাসিন্দা। 

কোন মন্তব্য নেই