জাপানে বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

জাপানে বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ

 

জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি) বিদেশি শিক্ষার্থীদের বিনা খরচে রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। দুই থেকে ছয় মাস মেয়াদি এই ইন্টার্নশিপের জন্য বাংলাদেশি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। অনলাইনে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এই ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে।


ওআইএসটি বছরে দুবার বিদেশি শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দেয়। এটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৩ সালের ১ অক্টোবর শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত।



সুযোগ-সুবিধা

রিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্তদের প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন (প্রায় ১ হাজার ৮৪৫ টাকা) দেওয়া হবে। এ ছাড়া ফ্রি ভিসা সাপোর্ট, ওআইএসটির শাটল বাসের পাস, ইন্টার্নশিপের জন্য জাপানে যাতায়াত বিমান টিকিট, আবাসন ও ইনস্যুরেন্সের সুবিধা আছে।


ওআইএসটি বছরে দুবার বিদেশি শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দেয়। 

ওআইএসটি বছরে দুবার বিদেশি শিক্ষার্থীদের এই ইন্টার্নশিপের সুযোগ দেয়। 

আবেদনের যোগ্যতা

যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে।

ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।


প্রয়োজনীয় নথিপত্র

স্টেটমেন্ট অব পারপাস (৪০০ শব্দ)

শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে)

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি

রিকমেন্ডেশন লেটার

ছবি

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ওআইএসটির ওয়েবসাইটের এই লিংক থেকে ইন্টার্নশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। এরপর এই ওয়েবসাইটে লগইন করার পর ফরম পূরণ করে আবেদন করতে হবে।


আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৩।

কোন মন্তব্য নেই