কোটি টাকার শেয়ার কিনবেন অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালক - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

কোটি টাকার শেয়ার কিনবেন অ্যাপেক্স ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালক


শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটিডের এক উদ্যোক্তা পরিচালক প্রায় এক কোটি টাকার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র মতে, অ্যাপেক্স ফুটওয়্যারের চেয়ারম্যান সৈয়দ মনজুর এলাহী কোম্পানিটির ৩৮ হাজার শেয়ার ক্রয় করবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তিনি শেয়ার ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন করবেন।


ডিএসইতে অ্যাপেক্স ফুটওয়্যারের শেয়ার সর্বশেষ ২৫৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এ হিসেবে মনজুর এলাহী যে পরিমাণ শেয়ার ক্রয় করবেন তাঁর বাজারমূল্য ৯৭ লাখ ৮৫ হাজার টাকা।

কোন মন্তব্য নেই