জয়ের আশা নিয়ে আজ ঢাকা টেস্টে নামছে বাংলাদেশ
বাংলাদেশকে সাহসী করে তুলেছে তরুণ জাকির হাসানের অনবদ্য লড়াই। বাংলাদেশের ইতিহাসে প্রথম ও সব মিলিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখান জাকির। গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড তাকে নিয়ে বলেন, ‘দ্বিতীয় ইনিংসে যেভাবে খেলেছি সেটাই হতে পারে সাফল্যের ব্লু প্রিন্ট। আমাদের তরুণরা অনেকেই চমকে দিয়েছে। জাকিরকে আমি প্রথম দেখেছি। তার সাহস ও আক্রমণাত্মক ব্যাটিং আমাকে মুগ্ধ করেছে। সে দেখিয়েছে ভারতের ভালো মানের বোলারদের বিপক্ষেও দাপুটে ব্যাটিং করা যায়। সে সব সময় আত্মবিশ্বাস রাখে।’
মিরপুর টেস্টে জয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে খেলছি, জানি ১৫০ করে কোনো ম্যাচ জেতা সম্ভব নয়। দলের ভেতরে জুটির গ্রহণযোগ্যতা নিয়ে কথা বলেছি। আমাদের আরো স্থির হতে হবে, যেমনটা চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে দেখিয়েছি। আমরা জিততে মুখিয়ে আছি। আমিসহ দলের অনেকেই জয় নিয়ে বড়দিনের ছুটিতে যেতে চাই।’
প্রথম ইনিংসে ভালো করার গুরুত্ব তুলে ধরে দক্ষিণ আফ্রিকার সাবেক এ ফাস্ট বোলার বলেন, ‘জিততে হলে প্রথম ইনিংসে ভালো করা জরুরি। আপনাকে সুযোগগুলো অবশ্যই লুফে নিতে হবে। টস জিতে ব্যাটিংয়ের সুযোগ পেলে ৩৫০-৩৮০ রান করতে হবে। প্রথম ইনিংসের মূল্য কতটা তা আমরা বুঝতে পারছি। এখানের উইকেট শুষ্ক। কাজেই প্রথম ইনিংসে অবশ্যই আপনাকে ভালো করতে হবে। প্রথম ইনিংসেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার সুযোগ।’
ফিল্ডিং বাংলাদেশের বড় দুর্বলতার জায়গা। চট্টগ্রামেও একাধিকবার বাংলাদেশের ফিল্ডারদের হাত ফসকে বেরিয়ে যায় বল। এ নিয়ে খেলোয়াড়ি জীবনে ‘সাদা বিদ্যুৎ’খ্যাত ডোনাল্ড বলেন, ‘ভারতের বিপক্ষে ৪৮ রানে ৩ উইকেট নেয়ার পর্যায়ে ছিলাম আমরা। বেশকিছু সুযোগ হাতছাড়া করেছি। কিন্তু এমন পর্যায়ে ভুল করা যাবে না।’
চট্টগ্রাম টেস্টে না খেললেও ঢাকা টেস্টে খেলার সম্ভাবনা রয়েছে পেসার তাসকিন আহমেদের। এবাদত হোসেন চোটে পড়ায় তার খেলা অনিশ্চিত। সেক্ষেত্রে খালেদ আহমেদ ও তাসকিন থাকবেন একাদশে, কিংবা একাদশে একজন পেসার খেলানো হলে সুযোগ মিলবে শুধু তাসকিনের। তাকে নিয়ে ডোনাল্ড বলেন, ‘তাসকিন পুরোপুরি প্রস্তুত। চট্টগ্রামেও খেলতে প্রস্তুত ছিল, তবে সেরা অবস্থানে ছিল না বলে সেখানে খেলানো হয়নি তাকে।’
এদিকে, শেরেবাংলার উইকেট চট্টগ্রাম থেকে ভিন্ন হবে। সাগরিকায় প্রথম দিন ব্যাটাররা পরীক্ষার মুখে পড়লেও পরে তা দারুণ ব্যাটিং উপযোগী হয়ে ওঠে। এ নিয়ে ডোনাল্ড বলেন, ‘ঢাকায় পিচ সম্পূর্ণ ভিন্ন। দেখা যাক আমাদের জন্য এখানে কী অপেক্ষা করছে।’
সুখবর দিলেন ডোনাল্ড। কাঁধের চোটের কারণে চট্টগ্রামে শুধু ব্যাটিং করা সাকিব আল হাসান ঢাকায় বোলিং করবেন বলে তিনি জানান। এছাড়া বাকি দল অপরিবর্তিত থাকবে।
ভারতীয় দলে চোটের হানা। রোহিত শর্মার জায়গায় চট্টগ্রাম টেস্টে নেতৃত্ব দেয়া লোকেশ রাহুল ঢাকা টেস্টে অনিশ্চিত। সেক্ষেত্রে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন চেতেশ্বর পুজারা।
লোকেশের হাতের চোট নিয়ে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর কাল সংবাদ সম্মেলনে অবশ্য আশার কথাই বলেছেন, ‘এটা গুরুতর মনে হয়নি। তাকে ভালোই মনে হলো। চিকিৎসকরা দেখছেন, তবে আশা করি সে ঠিক হয়ে উঠবে।’
যদি রাহুল খেলতে না পারেন তবে অভিষেক ঘটতে পারে অভিমন্যু ঈশ্বরণের। বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজটা ১-২ ব্যবধানে হারলেও টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে অতিথিরা। উল্লেখ্য, ১২ টেস্টের দ্বৈরথে ভারতকে কখনই হারাতে পারেনি বাংলাদেশ।
কোন মন্তব্য নেই