অবশেষে বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন জ্যাকলিন - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অবশেষে বিদেশ ভ্রমণের অনুমতি পেলেন জ্যাকলিন


সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম রয়েছে। কিছুদিন আগে এ মামলায় জামিন পেয়েছেন তিনি। কিন্তু বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল তার। অবশেষে বিদেশ ভ্রমণের অনুমতি দিয়েছেন আদালত।


বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (২৭ জানুয়ারি) দিল্লির পাতিয়ালা হাই কোর্টে  মানি লন্ডারিং মামলার শুনানি অনুষ্ঠিত হয়। এসময় আইনজীবী জ্যাকলিনের দুবাই ভ্রমণের অনুমতি চান। একটি ব্র্যান্ডের অনুষ্ঠানে যোগ দিতে জ্যাকলিনের দুবাই যাওয়া প্রয়োজন। এ অনুষ্ঠানে যোগ না দিলে তার বিরুদ্ধে মামলা করবে প্রতিষ্ঠানটি। তারপর জ্যাকলিনকে দুবাই ভ্রমণের অনুমতি দেন আদালত।


তবে কিছু শর্ত সাপেক্ষে অনুমতি পেয়েছেন জ্যাকলিন। এর মধ্যে প্রধান হলো— দুবাই ভ্রমণের জন্য জ্যাকলিনকে ১ কোটি রুপি জামানত দিতে হবে।


সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি রুপি মানি লন্ডারিং মামলার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা একাধিকবার তলব করে জ্যাকলিনকে। জানা যায়, সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসেবে পেয়েছিলেন জ্যাকলিন; এতেই ফেঁসে যান তিনি। 

কোন মন্তব্য নেই