ফিলিপাইনে ফাইভজি বিস্তারে কাজ করবে নকিয়া-নাও টেলিকম - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ফিলিপাইনে ফাইভজি বিস্তারে কাজ করবে নকিয়া-নাও টেলিকম


ফিলিপাইনে ফাইভজি নেটওয়ার্ক বিস্তারে সামগ্রিক ডিজাইন তৈরির পাশাপাশি ব্রডব্যান্ড নেটওয়ার্কের জন্য নাও টেলিকমের সঙ্গে কাজ করবে নকিয়া। ফিনল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির অংশ বেল ল্যাব কনসাল্টিং এ প্রকল্পে কাজ করবে। এর পাশাপাশি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার বিভিন্ন স্থানে ফাইভজি নেটওয়ার্কের পরীক্ষাও চালাবে নকিয়া। ফিলিপাইনে ফাইভজি স্ট্যান্ডালন নেটওয়ার্ক বিস্তারে যে অর্থায়ন প্রয়োজন সেটি সংগ্রহেও নাও টেলিকমকে সাহায্য করবে নকিয়া। নেটওয়ার্ক প্ল্যানিংসহ বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতেও ব্যতিক্রমী পরিষেবা দেবে এ টেলিকম প্রতিষ্ঠান। গিজমোচায়না

কোন মন্তব্য নেই