মাইক্রোসফটের নিট মুনাফা কমেছে ১২ শতাংশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মাইক্রোসফটের নিট মুনাফা কমেছে ১২ শতাংশ


গত ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে মাইক্রোসফটের নিট মুনাফা হয়েছে ১ হাজার ৬৪০ কোটি ডলার। পূর্ববর্তী বছরের একই প্রান্তিকের তুলনায় তা ১২ শতাংশ কমেছে। সম্প্রতি ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পর বড় অংকের লোকসান গুনল সফটওয়্যার জায়ান্টটি।


গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে মাইক্রোসফটের আয় হয়েছে ৫ হাজার ২৭৫ কোটি ডলার। বিশ্লেষকদের ৫ হাজার ২৯৪ কোটি ডলার আয়ের পূর্বাভাসের চেয়ে যা কম। ২০১৬ সালের পর সবচেয়ে শ্লথগতির প্রবৃদ্ধি অর্জন করেছে বিল গেটস ও পল অ্যালেন প্রতিষ্ঠিত কোম্পানিটি।


আয়ের দিক থেকে উজ্জ্বল খাত ছিল মাইক্রোসফটের ক্লাউড পরিষেবা খাত অ্যাজুর। মাইক্রোসফটের দ্বিতীয় প্রান্তিকে অ্যাজুরের আয় ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৫০ কোটি ডলার। মাইক্রোসফট অফিস ও লিঙ্কডইনের মতো খাতে আয় ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০০ কোটি ডলার। আলাদাভাবে লিঙ্কডইনের বছরওয়ারি আয় বেড়েছে প্রায় ১০ শতাংশ। বিভিন্ন অ্যাপ পরিষেবার মাইক্রোসফট৩৬৫ কনজিউমারের সাবস্ক্রাইবার দাঁড়িয়েছে ৬ কোটি ৩২ লাখ, যা বছরওয়ারি ১২ শতাংশ বেড়েছে।


সার্চ ও নিউজ অ্যাড থেকে আয় ১০ শতাংশ বেড়েছে বলে জানায় মাইক্রোসফট। তবে করোনাকালে জনপ্রিয় হওয়া এক্সবক্স কনটেন্ট ও পরিষেবা থেকে আয় ১২ শতাংশ কমেছে।


কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে ব্যয় হয়েছে ৬৮০ কোটি ডলার। ২০২১ সালের একই প্রান্তিকের চেয়ে যা ১৮ দশমিক ৮ শতাংশ বেড়েছে।


গত সপ্তাহে ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। চলতি সপ্তাহের শুরুতে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় মার্কিন প্রযুক্তি জায়ান্টটি। কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) ক্রমবর্ধমান মনোযোগের অংশ হিসেবে এ বিনিয়োগে যাচ্ছে মাইক্রোসফট।


কৃত্রিম বুদ্ধিমত্তায় বড় আকারের পরিবর্তন এসেছে। যে কারণে চার বছর আগে যাত্রা শুরু করা ওপেনএআইয়ের ওপর বাজি ধরছে মাইক্রোসফট। সে সময় সহপ্রতিষ্ঠাতা ইলোন মাস্ক ও বিনিয়োগকারী স্যাম আল্টম্যান এতে ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছিল। সে সময়ের পর ওপেনএআইকে প্রযুক্তিগত সহায়তা প্রদানে একটি সুপারকম্পিউটার তৈরি করেছে।


এক ব্লগপোস্টে মাইক্রোসফট সম্প্রতি তৃতীয় ধাপে কয়েক বছরের জন্য ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। যার অধীনে সুপারকম্পিউটার ও ওপেনএআইয়ের ক্লাউড কম্পিউটিং সক্ষমতার উন্নয়ন করা হবে। এ প্রযুক্তি ব্যবহারে যে পণ্য বা পরিষেবা পাওয়া যাবে দুটি প্রতিষ্ঠানই সেগুলো বাণিজ্যিকভাবে বাজারজাত করতে পারবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।


জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে দুটি প্রতিষ্ঠানকে সামনে রাখতে মাইক্রোসফট আরো রিসোর্স বাড়াতে কাজ করছে। এ প্রযুক্তি যেকোনো টেক্সট প্রম্পট থেকে কনটেন্ট তৈরিতে সক্ষম। ওপেনএআইয়ের চ্যাটজিপিটি কমান্ড থেকে গদ্য বা কবিতা তৈরি করতে পারে। যে কারণে সিলিকন ভ্যালিতে এটি সবার আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।

কোন মন্তব্য নেই