চলতি ট্রান্সফারে সর্বোচ্চ দামি খেলোয়াড় মুদরিকের অজানা গল্প - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চলতি ট্রান্সফারে সর্বোচ্চ দামি খেলোয়াড় মুদরিকের অজানা গল্প

 

কাতার বিশ্বকাপে ছন্দ দেখিয়ে নামিদামি ক্লাবের চোখে পড়েছেন অনেক খেলোয়াড়। নেদারল্যান্ডসের কোডি গাকপোকে ভিড়িয়েছে লিভারপুল। আরেক ডাচ তারকা ভাউট ভেগোর্স্ট যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে বিশ্বকাপে অংশ না নিয়েও নজরে এসেছেন ইউক্রেনিয়ান ফুটবলার মিখাইলো মুদরিক। শাখতার দোনেস্ক উইঙ্গারকে প্রায় ৯০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে টেনেছে চেলসি। চলতি ট্রান্সফার উইন্ডোতে এখন পর্যন্ত যা সর্বোচ্চ। সবচেয়ে দামি এই খেলোয়াড় মুদরিকের অজানা এক গল্প রয়েছে।  


মিখাইলো মুদরিকের ঘাড়ে ট্যাট্টু করে লেখা ‘শুধুই যীশু’, হাতে লেখা ‘যীশু আমার বন্ধু’। খ্রিষ্টান ধর্মাবলম্বী ফুটবলার অনুসারী মদরিকের শরীরে যীশু খ্রীষ্টের ছবি থাকাটা অস্বাভাবিক কিছু না। তবে ভিন্ন এক কারণে খ্রিষ্টানদের ঈশ্বরের ছবি আঁকিয়েছেন তিনি।



সেই ঘটনা তুলে ধরেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘লাইফবোগার’। ইউরোপিয়ান ফুটবলারদের জীবনের অজানা গল্প তুলে ধরা ওয়েবসাইটটি জানায়, ছোটবেলায় অন্ধকারকে ভয় পেতেন মুদরিক। চোখ বুজলে দেখতেন ভয়ঙ্কর সব স্বপ্ন। নাতির ভয় দূর করতে মিখাইলোর রুমে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেল রাখেন তার দাদি। ঘুমের আগে ক্রুস চিহ্ন অঙ্কনের পরামর্শ দেন মুদরিককে। মূলত ভয় দূর করতেই যীশু খ্রিস্টের ছবি অঙ্কন করান মিখাইলো মুদরিক।

২২ বছর বয়সী মিখাইলো মুদরিকের সিনিয়র ফুটবল ক্যারিয়ার শুরু হয় ২০১৮ সালে। ইউক্রেনিয়ান ফুটবল ক্লাব শাখতার দানেস্কে যোগ দেন তিনি। ২০২৩ সাল পর্যন্ত দলটির হয়ে ২৯ ম্যাচ খেলে ৯ গোল করেন মুদরিক। মাঝে দুই মৌসুম ভিন্ন দুটি ক্লাবে খেলেন তিনি। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানাচ্ছে, ৬২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে যোগ দিয়েছেন মিখাইলো। বেতন-বোনাস মিলিয়ে যা দাঁড়াবে ৮৮ মিলিয়ন পাউন্ড।

কোন মন্তব্য নেই