স্যামসাংয়ের সঙ্গে নকিয়ার নতুন চুক্তি - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

স্যামসাংয়ের সঙ্গে নকিয়ার নতুন চুক্তি


স্যামসাংয়ের সঙ্গে ফাইভ জি পেটেন্ট লাইসেন্সের জন্য চুক্তি সই করেছে ফিনিশ টেলিকম প্রস্তুতকারক প্রতিষ্ঠান নকিয়া। সোমবার (২৩ জানুয়ারি) প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত ডিসেম্বরে তাদের আগের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন এ চুক্তি করেছে তারা।


রয়টার্সের খবর জানাচ্ছে, চুক্তি অনুযায়ী স্যামসাং ফাইভজির পেটেন্টের জন্য নকিয়াকে টাকা পরিশোধ করবে। অবশ্য নকিয়া তাদের কাছ থেকে কত টাকা পাবে, কোনো পক্ষই তা প্রকাশ করেনি। এমনকি চুক্তির অন্যান্য শর্তও প্রকাশ করেনি তারা।


এর আগে গত বছর নর্ডিক প্রতিষ্ঠান এরিকসনও স্যামসাংয়ের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি করেছিল। ওই চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানদুটি বহুদিনের বিবাদের অবসান ঘটিয়েছে।


প্রসঙ্গত, নকিয়া প্রায় ২০ হাজার পেটেন্ট নিয়ে চুক্তিটি করেছে। এর মধ্যে সাড়ে চার হাজার পেটেন্ট ফাইভ জির জন্য অপরিহার্য।

কোন মন্তব্য নেই