লিভ টু আপিলের অনুমতি পেয়েছে কে অ্যান্ড কিউ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লিভ টু আপিলের অনুমতি পেয়েছে কে অ্যান্ড কিউ


মাল্টিসোর্সিং লিমিটেডকে একীভূতকরণ ইস্যুতে লিভ টু আপিলের অনুমতি পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড। লিভ টু আপিলের জন্য কোম্পানিটির সিভিল পিটিশন মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল ডিএসইর মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।


তথ্যানুসারে, ২০১৮ সালের ১০ জুন মাল্টিমোড গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মাল্টিসোর্সিংকে একীভূতকরণের সিদ্ধান্ত নেয় কে অ্যান্ড কিউর পর্ষদ। এরপর আদালতে আবেদন করা হলে একই বছরের ১২ আগস্ট একীভূতকরণ প্রক্রিয়া শুরুর অনুমোদন দেন হাইকোর্ট। তখন উচ্চ আদালতের পক্ষ থেকে একীভূতকরণ প্রস্তাবে ঋণদাতা ও শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়ার নির্দেশনা দেয়া হয়। ঋণদাতা ও শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়ে বিষয়টি আদালতে উপস্থাপনের পর সবকিছু বিবেচনা করে ২০১৯ সালের ১১ মার্চ একীভূতকরণ স্কিম অনুমোদন করে রায় দেন হাইকোর্ট বিভাগ। একীভূতকরণ স্কিম অনুসারে মাল্টিসোর্সিংয়ের ১০০ টাকা ফেসভ্যালুর একটি শেয়ারের বিপরীতে কে অ্যান্ড কিউর ১০ টাকা ফেসভ্যালুর ২ দশমিক শূন্য ৮টি শেয়ার ইস্যু করা হবে। কোম্পানিটির একীভূতকরণ ইস্যুতে হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে  বিএসইসি। আপিলে কোম্পানিটির প্রতিকূলে রায় আসায় এবার এটি পুনর্বিবেচনার জন্য লিভ টু আপিলের আবেদন করেছিল কে অ্যান্ড কিউ।

কোন মন্তব্য নেই