সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ শেয়ার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ শেয়ার


 বিদায়ী সপ্তাহে (১৫-১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষস্থান দখল করেছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯৬ লাখ ২৮ হাজার ১০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯২ কোটি ৫ লাখ ৭৯ হাজার টাকা। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৫৮ শতাংশ।


লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৬৩ লাখ ১৭ হাজার ৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২১৯ কোটি ৩৩ লাখ ৪৬ হাজার টাকা।


লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫৩৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৯ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।


লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মার ১৪৩ কোটি ১ লাখ ১৮ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ৯৯ কোটি ৯৭ লাখ ১৫ হাজার টাকার, জেএমআই হসপিটালের ৯৬ কোটি ৫২ লাখ ১৫ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৮৯ কোটি ৬৭ লাখ ৭১ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৮৫ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার টাকার, লাফার্জহোলসিম ৮৫ কোটি ৪৩ লাখ ১৭ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৮৩ কোটি ৬১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোন মন্তব্য নেই