গ্রামীণফোনের সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের (জিপি) সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ফলে এখন থেকে মোবাইলের সিম বিক্রি করতে পারবে অপারেটরটি। এর আগে বিটিআরসি জিপির সব ধরনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেয়।
গতকাল সোমবার (২ জানুয়ারি) বিটিআরসি সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে চিঠি দিয়েছে গ্রামীণফোনকে। ফলে গ্রামীণফোনের সিম বিক্রিতে আর কোনো বাধা থাকলো না। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন টেলিকম অপারেটরটির হেড অব কমিউনিকেশন খায়রুল বাসার। গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘সিম বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের নোটিশ আমরা পেয়েছি।’
প্রসঙ্গত, গত বছরের ২৯ জুন গ্রামীণফোনের সেবার মান খারাপ’ এ অভিযোগ তুলে বিটিআরসি সিম বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়।

কোন মন্তব্য নেই