আরো ১২ হাজার কর্মসংস্থান কমাবে গুগল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আরো ১২ হাজার কর্মসংস্থান কমাবে গুগল


কভিড-১৯ মহামারী-পরবর্তী সময় থেকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোয় কর্মী ছাঁটাই শুরু হয়। ব্যয় সংকোচন, প্রাতিষ্ঠানিক কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে এ ছাঁটাই করা হচ্ছে বলেও বিবৃতি দিয়েছে প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি মাইক্রোসফট ১০ হাজার কর্মসংস্থান কমানোর কথা জানিয়েছে মাইক্রোসফট। এবার ৬ শতাংশ কর্মশক্তি বা ১২ হাজার কর্মসংস্থান কমানোর ঘোষণা দিয়েছে গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট। খবর ফ্রিমালয়েশিয়াটুডে।


প্রি-মার্কেট ট্রেডিংয়ে অ্যালফাবেটার শেয়ার মূল্য ৩ শতাংশ বেড়েছে। কিন্তু তার পরেও প্রযুক্তি খাতে শীর্ষস্থান হারানোর শঙ্কা থাকায় নতুন করে গুগলে কর্মসংস্থানের সুযোগ কমানোর কথা ভাবছে প্রতিষ্ঠানটি। কোটি কোটি ব্যবহারকারীকে আকৃষ্টের জন্য অ্যালফাবেট মেধাবীদের নিয়ে গুগল, ইউটিউবসহ অন্যান্য পরিষেবা দিয়ে এসেছে। কিন্তু বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মাইক্রোসফটের সঙ্গে তুমুল প্রতিযোগিতায় রয়েছে প্রতিষ্ঠানটি।


অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এক মেমোতে কর্মীদের জানান, প্রতিষ্ঠানটি এর পণ্য, কর্মী ও গুরুত্বের দিক পর্যালোচনা করেছে। এর পরিপ্রেক্ষিতে ভৌগোলিক ও প্রযুক্তি খাতে কর্মসংস্থানের সুযোগ কমানো হচ্ছে। ভালো সময়ে প্রতিষ্ঠানটি তাদের পরিধি বাড়ালেও বর্তমানে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির সামনে।


পিচাই বলেন, এ সিদ্ধান্তে গুগলের যারা প্রভাবিত হবে তাদের জন্য আমি ব্যথিত। এ সিদ্ধান্তের পেছনে যে কারণ তার সম্পূর্ণ দায়ভার আমি গ্রহণ করছি। অ্যালফাবেটের কর্মসংস্থান কমানোর কারণে নিয়োগ কার্যক্রম, করপোরেট, ইঞ্জিনিয়ারিংসহ পণ্য বিভাগ প্রভাবিত হয়েছে। বৈশ্বিকভাবেই ছাঁটাই করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের কর্মীরাও এতে প্রভাবিত হয়েছে।


ছাঁটাইয়ের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যালফাবেটের পক্ষ থেকে তাদের ই-মেইল পাঠানো হয়েছে। তবে দেশভেদে আইন ও নিয়মকানুনের পার্থক্য থাকায় সিদ্ধান্ত কার্যকর হতে কিছুটা সময় লাগবে বলে সূত্রে জানা গেছে।

কোন মন্তব্য নেই