টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু কানাডার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু কানাডার


ব্যবহারকারীদের তথ্য সংগ্রহের উপায় যাচাইয়ে টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কানাডার প্রাইভেসি কমিশন। চীনা এ অ্যাপের বিরুদ্ধে বিভিন্ন তদারকি সংস্থা অনেক দিন থেকেই তথ্য চুরির অভিযোগ জানিয়ে আসছিল। খবর বিবিসি।


চীনা জায়ান্ট বাইটডান্সের মালিকানাধীন ভিডিও শেয়ারিং এ প্লাটফর্ম মূলত বেইজিংয়ের কাছে তথ্য হস্তান্তর নিয়ে তদন্তের মুখে পড়েছে। ইউরোপীয় কমিশন প্রতিষ্ঠানটিকে সুরক্ষিত রাখতে তাদের কর্মীদের অ্যাপটি সরিয়ে ফেলার নির্দেশ দেয়ার পর কানাডা প্রথম এ পদক্ষেপ নিল। তবে এ অভিযোগ অস্বীকার করে টিকটক জানায়, গোপনীয়তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের পরিষেবার তথ্য বেইজিং ব্যবহার করে না।


কানাডার প্রাইভেসি কমিশনারের কার্যালয় জানায়, কুইবেক, ব্রিটিশ, কলম্বিয়া এবং অ্যালবার্টার প্রাদেশিক গোপনীয়তা নিয়ন্ত্রকদের পাশাপাশি তারাও টিকটকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও কানাডায় ক্লাস-অ্যাকশন মামলার পাশাপাশি টিকটকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, ব্যবহার ও প্রকাশ সম্পর্কিত অসংখ্য মিডিয়া প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এ তদন্ত শুরু হয়েছে।


কানাডার প্রাইভেসি কমিশনের মতে, টিকটকের অনেক ব্যবহারকারীর বয়স কম এবং তাদের গোপনীয়তা রক্ষা জরুরি। সংস্থাটি তার স্বচ্ছতা বজায় রাখছে কিনা, তা পরীক্ষা করে দেখা হবে। এছাড়া টিকটক দেশটিতে বলবত থাকা আইন মেনে ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছে কিনা, সে বিষয়টি তদন্তে খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই