১৩ হাজারের বেশি যন্ত্রাংশ পরিবর্তন করেছে হুয়াওয়ে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

১৩ হাজারের বেশি যন্ত্রাংশ পরিবর্তন করেছে হুয়াওয়ে


প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে চীনের টেক জায়ান্ট হুয়াওয়ের ব্যবসা অনেকাংশেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি ১৩ হাজারের বেশি যন্ত্রাংশ প্রতিস্থাপন বা পরিবর্তন করেছে। খবর রয়টার্স।


গত মাসে চীনের একটি বিশ্ববিদ্যালয়ে হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই এ তথ্য জানান। গত শুক্রবার বক্তব্যটির অনুলিপি প্রকাশিত হয়েছে।


সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি থেকে প্রকাশিত বক্তৃতার অনুলিপি অনুসারে, গত তিন বছরে হুয়াওয়ে দেশীয় ডিভাইসে ১৩ হাজার যন্ত্রাংশ প্রতিস্থাপন করেছে। নিজেদের পণ্যের জন্য চার হাজার সার্কিট বোর্ড পুনরায় ডিজাইন করেছে। সার্কিট বোর্ডের উৎপাদন স্থিতিশীল রয়েছে বলেও জানানো হয়।


ফাইভজি টেলিযোগাযোগ নেটওয়ার্কে ব্যবহৃত সরঞ্জামের অন্যতম সরবরাহকারী হুয়াওয়ে। ২০১৯ সাল থেকে তারা মার্কিন রফতানি নিয়ন্ত্রণের লক্ষ্যবস্তু। এ নিয়ন্ত্রণের কারণে মার্কিন সংস্থা থেকে চিপ নিতে পারছে না হুয়াওয়ে। আবার নিজস্ব চিপ ডিজাইন ও অংশীদারদের মাধ্যমে তৈরির জন্য মার্কিন প্রযুক্তি ব্যবহার বন্ধ রয়েছে। জো বাইডেন প্রশাসন গত বছর যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের নতুন সরঞ্জাম বিক্রি নিষিদ্ধ করেছিল।


রেন ঝেংফেই বলেন, ‘‌হুয়াওয়ে ২০২২ সালে গবেষণা ও উন্নয়ন খাতে ২ হাজার ৩৮০ কোটি ডলার বিনিয়োগ করেছে। কার্যকারিতা সাপেক্ষে এ ব্যয় অব্যাহতভাবে বাড়বে।’ তিনি আরো জানান, মেটা ইআরপি নামে নিজস্ব এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেম তৈরি করছে হুয়াওয়ে। এপ্রিলে চালু হতে যাওয়া এ উদ্যোগ সরবরাহ ও উৎপাদনসহ মূল ব্যবসায়িক কার্যক্রমে সহায়তা করবে।

কোন মন্তব্য নেই