হজের খরচ কমল, বাড়ল নিবন্ধনের সময় - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হজের খরচ কমল, বাড়ল নিবন্ধনের সময়


কয়েক দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজ প্যাকেজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছে সরকার। একই সঙ্গে হজের জন্য নিবন্ধনের সময় পঞ্চম দফা বাড়িয়ে ২৭ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে এরই মধ্যে নিবন্ধন করা হজযাত্রীরা কমিয়ে দেয়া টাকা ফেরত পাবেন।


খরচ কমায় সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে এবার লাগবে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় গেলে প্যাকেজ মূল্য হবে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা। সচিবালয়ে গত ১ ফেব্রুয়ারি হজ ব্যবস্থাপনাসংক্রান্ত নির্বাহী কমিটির সভায় সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে হিসেবে গত বছরের চেয়ে এবার প্যাকেজের মূল্য বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। অনেকেই এটাকে অস্বাভাবিক মনে করছেন।


ডলার, রিয়াল ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিমান ভাড়া বাড়ার অজুহাতে প্যাকেজের খরচ বাড়ানো হয়। এছাড়া প্যাকেজের বাইরে যাত্রীর রয়েছে আরো বিভিন্ন ধরনের খরচ। তাই হজ প্যাকেজের খরচ মাত্রাতিরিক্ত বাড়ানো নিয়ে সমালোচনার ঝড় বইছে। খরচ কমানোর দাবিও উঠেছিল বিভিন্ন মহল থেকে। এতদিন খরচ কমানোর সুযোগ নেই বলে জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। তবে সৌদি সরকার একটি খরচে ছাড় দেয়ায় হজের খরচ কিছুটা কমানো হয়েছে বলে গতকাল ধর্ম মন্ত্রণালয়ের জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় এ বছরের হজের জন্য ঘোষিত প্যাকেজে থাকা চার শ্রেণীর সেবার মূল্য বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের জন্য কমিয়েছে সৌদি সরকার। এজন্য নিবন্ধিত হজযাত্রীরা টাকা ফেরত পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যারা নিবন্ধন করেছেন, তাদের কমানো টাকা ঢাকার হজ কার্যালয় থেকে খাবারের টাকা ফেরতের সময় একসঙ্গে দেয়া হবে। এক্ষেত্রে প্রতি হজযাত্রী খাদ্যমূল্যের ৩৫ হাজারসহ মোট ৪৬ হাজার ৭২৫ টাকা ফেরত পাবেন। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের জনপ্রতি ১১ হাজার ৭২৫ টাকা ফেরত দিতে নিবন্ধনকারী হজ এজেন্সিকে নির্দেশনা দেয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের হজযাত্রীদের ‘সি’ ক্যাটাগরির তাঁবুর হিসাব ধরে প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সৌদি সরকার ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে এ ক্যাটাগরিতে। তাতে মোট কমেছে ১১ হাজার ৭২৫ টাকা এবং সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ মূল্য হবে ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা।


হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (হাব) যেহেতু ‘সি’ ক্যাটাগরির তাঁবু ধরে প্যাকেজ ঘোষণা করেছে, হাবের প্যাকেজ মূল্যও কমে ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা হবে। আর যেসব এজেন্সি মিনায় তাঁবুর অন্যান্য ক্যাটাগরি ধরে প্যাকেজ নির্ধারণ করেছে, তাদেরও সংশ্লিষ্ট ক্যাটাগরির হ্রাসকৃত মূল্যে প্যাকেজ নির্ধারণ করে ধর্ম মন্ত্রণালয়ে জমা করতে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, প্যাকেজ মূল্য হ্রাস পাওয়ায় এবং অনেক হজযাত্রী নতুন করে হজে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করায় পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা ২৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এ নিয়ে পাঁচবার বাড়ানো হলো চলতি মৌসুমে হজযাত্রীদের নিবন্ধনের সময়।


নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত থাকবে। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ২৭ মার্চ হজ কার্যক্রম পরিচালনাকারী সব ব্যাংককে অফিস সময়ের পরও প্রস্তুতকৃত ভাউচারের অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত ব্যাংকের শাখা খোলা রাখার জন্য অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।


বাংলাদেশ থেকে এবার সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার এবং ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসামরিক ব্যবস্থাপনায় হজে যাওয়ার সুযোগ পাচ্ছেন। চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ হতে পারে ২৭ জুন।

কোন মন্তব্য নেই